আর্জেন্টিনার মানুষের সঙ্গে উৎসবে মাতবেন লিওনেল মেসিরা। মঙ্গলবারই তারা আর্জেন্টিনায় পৌছে যাবেন। ৩৬ বছর পর বিশ্বকাপ জয়। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন উদযাপনের সব পরিকল্পনা করে ফেলেছে। কিভাবে উৎসব করবেন মেসিরা, তাদের সঙ্গে কিভাবে মাতবে দেশের মানুষ।
কাতার বিম্বকাপ জয়ের পর লিওনেল মেসিও বলেছেন, আর তর সইছে না। দেশের ফিরতে ব্যাকুল তিনি।
বিশ্বকাপ জয়ের উৎসবের প্রস্তুতি নিয়ে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন টুইট করেছে, ‘মঙ্গলবার বুয়েন্স আইয়ার্সের ওবেলিস্কে গিয়ে উৎসব করবে বিশ্বকাপজয়ী ফুটবল দল। সেখানে উপস্থিত থাকবে সমর্থকরাও।'
রোববার ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। অনেকের মতে সর্বকালের সেরা বিশ্বকাপ ফাইনাল। ম্যাচের পরতে পরতে ছিল উত্তেজনা। যখনই মনে করা হয়েছে ফল নিশ্চিত, তখনই নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। লড়াই হয়েছে জমজমাট। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে গিয়েছিলেন মেসিরা। পেনালটি থেকে গোল করে লিওনেল মেসি দলকে এগিয়ে নিয়ে যান।
এরপর দারুন এক গোল করেন ডি মারিয়া। ম্যাচের ৮০ মিনিট পর্যন্ত এই লিড ধরে রাখে আর্জেন্টিনা। কিন্তু কিলিয়ান এমবাপ্পের দুই মিনিটের ঝড়ে ম্যাচে সমতা আনে ফ্রান্স। অতিরিক্ত সময়ে মেসি ও এমবাপ্পে দু'দজনেই আবার একটি করে গোল করেন। ম্যাচ ৩-৩ গোলে সমতায় শেষ হয়। তবে টাইব্রেকারে ৪-২ গোলে ম্যাচ জিতে নেয় আর্জেন্টিনা।
১৯৮৬ সালে সর্বশেষ ট্র্রফি নিয়ে দেশে ফিরেছিলেন দিয়েগো ম্যারাডোনা। এবার ফিরছেন মেসি। তবে মেসির হাতে ট্রফি দেখে ওপারে থেকে নিশ্চই হাসছেন ম্যারাডোনা।
স্পোর্টসমেইল২৪/জেএম