আমরা আবারও ফিরে আসবো: এমবাপ্পে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০৪ পিএম, ১৯ ডিসেম্বর ২০২২
আমরা আবারও ফিরে আসবো: এমবাপ্পে

বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ফাইনালে হ্যাটট্রিক গোল করার কৃতিত্ব অর্জন করেছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। তবে দলকে টানা দ্বিতীয় শিরোপা এনে দিতে পারেননি প্যারিস সেন্ট জার্মেই’র (পিএসজি) এ তারকা।

টাইব্রেকারে আর্জেন্টিনার কাছে হেরে শিরোপা অক্ষুণ্ন রাখতে ব্যর্থ হয়েছে ফ্রান্স। এর আগে ১৯৬৬ সালে তৎকালিন পশ্চিম জার্মানির বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন ইংল্যান্ডের জিওফ হার্স্ট।

শিরোপা হাতছাড়া করলেও চার বছর পর ২০২৬ সালে আরও শক্তি সঞ্চার করে বিশ্ব মঞ্চে প্রত্যাবর্তনের প্রতিশ্রুতি দিয়েছেন এমবাপ্পে। অন্য যেকোনো খেলোয়াড়ের চেয়ে বিশ্বকাপে বেশি গোল করা এমবাপ্পে টুইটারে এমন জানান দিয়েছেন।

এমবাপ্পে লিখেন, “নোস রিভিয়েন্ড্রন (আমরা ফিরে আসব)”। একই সঙ্গে বিশ্বকাপ ট্রফির পাশ দিয়ে নিজের হেঁটে যাওয়ার একটি ছবিও শেয়ার করেছেন এমবাপ্পে।

কাতার বিশ্বকাপে সর্বাধিক আটটি গোল দিয়ে গোল্ডেন বুট জিতে নিয়েছেন এমবাপ্পে। তবে বিশ্বকাপের শিরোপাটি জিতে নিয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা। ১৯৮৬ সালের পর প্রথম বিশ্বকাপ জয় করেছে দক্ষিণ আমেরিকার দেশটি।

কাতারের লুসাইল স্টেডিয়ামে পিএসজি সতীর্থ মেসির সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করেছেন এমবাপ্পে। দুই দুইবার এগিয়ে যাওয়া দলটিকে প্রতিবারই সমতায় ফিরিয়ে এনেছেন তিনি। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যাওয়ার পর গোল দুটি পরিশোধ করে ফ্রান্সকে ২-২ গোলে সমতায় ফিরিয়ে আনেন তিনি।

এরপর অতিরিক্ত সময়ে মেসির গোলে ফের এগিয়ে যাওয়া আর্জেন্টিনার বিপক্ষে নিজের তৃতীয় এবং হ্যাটট্রিক গোল দিয়ে ফের নিজ দলকে সমতায় ফিরিয়ে আনেন এমবাপ্পে। তবে শেষ রক্ষা হয়নি। টাইব্রেকারে ৪-২ গোলে পরাজিত হয় ফ্রান্স।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

এখনই অবসর নিচ্ছেন না মেসি

এখনই অবসর নিচ্ছেন না মেসি

গোল্ডেন গ্লাভ নিয়ে মার্টিনেজের ‘অশ্লীল অঙ্গভঙ্গি’

গোল্ডেন গ্লাভ নিয়ে মার্টিনেজের ‘অশ্লীল অঙ্গভঙ্গি’

বিশ্ব গণমাধ্যমে মেসি ও আর্জেন্টিনা বন্দনা

বিশ্ব গণমাধ্যমে মেসি ও আর্জেন্টিনা বন্দনা

টুর্নামেন্ট সেরা মেসি, গোল্ডেন বুট এমবাপ্পের

টুর্নামেন্ট সেরা মেসি, গোল্ডেন বুট এমবাপ্পের