গোল্ডেন গ্লাভ নিয়ে মার্টিনেজের ‘অশ্লীল অঙ্গভঙ্গি’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:২২ পিএম, ১৯ ডিসেম্বর ২০২২
গোল্ডেন গ্লাভ নিয়ে মার্টিনেজের ‘অশ্লীল অঙ্গভঙ্গি’

ফিফা বিশ্বকাপ ইতিহাসে এখন পর্যন্ত উত্তেজনা ও শ্বাসরুদ্ধকর ফাইনাল উপহার দিয়ে শিরোপা জয় করেছে আর্জেন্টিনা। ফ্রান্সের বিপক্ষে শিরোপা জয়ের অন্যতম নায়ক ছিলেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। শিরোপা জয়ের পর গোল্ডেন গ্লাভস তার হাতেই উঠেছে। তবে গোল্ডেন গ্লাভস নিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন তিনি।

কাতার বিশ্বকাপের ফাইনালের ৯০ মিনিটে ২-২ গোল সমতায় থাকে আর্জেন্টিনা এবং ফ্রান্স। বিরতির আগে ২-০ গোলে আর্জেন্টিনা এগিয়ে গেলেও ম্যাচের শেষ দিকে মাত্র ২ দুই মিনিটের ব্যবধানে জোড়া গোল করে দলকে সমতায় ফেরান কিলিয়ান এমবাপ্পে। এরপর অতিরিক্ত সময়েও হ্যাটট্রিক গোল করে এগিয়ে যাওয়া আর্জেন্টিনাকে রুখে দেন এমবাপ্পে।

৩-৩ গোলের সমতায় অতিরিক্ত সময় শেষ হলে চ্যাম্পিয়ন নির্বাচনে টাইব্রেকার গড়ায় ম্যাচ। যেখানে ৪-২ গোলের ব্যবধানে জয় নিয়ে কাতার বিশ্বকাপের মুকুট পড়ে লিওনেল মেসির আর্জেন্টিনা। ফাইনাল ছাড়াও পুরো আসরে আর্জেন্টিনার জাল সামলানো এমিলিয়ানো মার্টিনেজ টাইব্রেকারেও দুর্দান্ত একটি সেভ করেন।

শিরোপা জয়ী দল এবং দারুণ খেলায় কাতার বিশ্বকাপের গোল্ডেন গ্লাভস পান এমিলিয়ানো মার্টিনেজ। তবে পুরস্কার গ্রহণের পর বিতর্কের জন্ম দিলেন মার্টিনেজ। পুরস্কার হাতে নিয়ে সকলের সামনেই অশ্লীল অঙ্গভাঙ্গ করেন তিনি। বিষয়টি নিয়ে ইতিমধ্যে বিশ্বগণমাধ্যমে সমালোচনা করাও শুরু হয়েছে।

মার্টিনেজের অমন অঙ্গভঙ্গি করার সময় লাইভ সম্প্রচারে বলতে শোনা যায়, ‘ওহ নো, এমন করো না, এটা করো না।” যদিও এরপর আরও মার্টিনেজের বিষয়টি নিয়ে আর কোন কথা হয়নি।

৩০ বছর বয়সী মার্টিনেজ আর্জেন্টিনার হয়ে শিরোপা জয়ে অনেকটাই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন তা স্পশ্টই ছিল। ফ্রান্সের বিপক্ষে জয়ে নায়কের ভূমিকায়ও ছিলেন তিনি। আবেগপ্রবণ মার্টিনেজকে আনন্দ কাঁদতেও দেখা যায়।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

মেসির আর্জেন্টিনার হাতেই বিশ্বকাপ

মেসির আর্জেন্টিনার হাতেই বিশ্বকাপ

মেসির যেখানে রেকর্ড আর রেকর্ড

মেসির যেখানে রেকর্ড আর রেকর্ড

টুর্নামেন্ট সেরা মেসি, গোল্ডেন বুট এমবাপ্পের

টুর্নামেন্ট সেরা মেসি, গোল্ডেন বুট এমবাপ্পের

বিশ্ব গণমাধ্যমে মেসি ও আর্জেন্টিনা বন্দনা

বিশ্ব গণমাধ্যমে মেসি ও আর্জেন্টিনা বন্দনা