কাতার বিশ্বকাপের শুরুতেই মেসির গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। ফ্রান্সের বিপক্ষে খেলতে নেমে ম্যাচের ২৩ মিনিটে স্পট কিক থেকে ১-০ গোলে আলবেসেলেস্তে’দের এগিয়ে দেন লিও মেসি। এই গোল দিয়েই গোল্ডেন বুটের জন্য এক ধাপ এগিয়ে রইলো আর্জেন্টাইন সুপারস্টার।
৩৬ বছর পর আবারও শিরোপা পুনরুদ্ধার করতে ফ্রান্সের বিপক্ষে শুরু থেকেই আক্রামণাত্নক খেলা করে আকাশি-নীলরা। এরই ফলস্বরূপ লা ব্লুজদের ডি বক্সে বল এলে ডেমবেলের প্রতিরক্ষার ভুল পদক্ষেপে স্পট কিকের সুযোগ পায় আর্জেন্টিনা। আর এই সুযোগই দলকে এগিয়ে নেন ফুটবল মহাতারকা লিও মেসি।
এরপরের ব্যবধান কমাতে মরিয়া হয়ে খেলে এমবাপ্পে জিরুরা। তবে তাদের আক্রমণে হঠাৎ করেই আসে নতুন ধাক্কা। ৩৬ মিনিটে দারুণ এক কাউন্টার অ্যাটাক দেখে ফুটবল বিশ্ব। মেসিদের আক্রমণে অ্যালিস্টারের থেকে পাস নিয়ে ব্যবধান দ্বিগুণ করে ডি-মারিয়া। আর এতেই স্কোর-বোর্ড দাড়ায় ২-০ গোল।
এরপর জালের দেখা পেতে মরিয়া হয়ে ওঠে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তবে লিওনেল স্কালোনির শিষ্যদের সামনে পাত্তা পাইনি এমবাপ্পেরা। সব শেষ ২-০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় দিদিয়ের দেশমের দল।
স্পোর্টসমেইল২৪/এমটিআর