যৌন নিপীড়নের দায়ে ব্রাজিলীয় তারকা রবিনহোকে ৯ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছে ইতালীর মিলানের একটি আদালত। ইতালীয় সংবাদ সংস্থা এএনএসএ’র খবের এ কথা জানানো হয়েছে।
সিরি’এর দল এসি মিলানের হয়ে খেলার সময় ২০১৩ সালের ২২ জানুয়ারি একটি নাইট ক্লাবে ২২ বছর বয়সী এক নারীকে দলবদ্ধ যৌন নিপীড়ন চালানোর অভিযোগে ৩৩ বছর বয়সী ব্রাজিলের স্ট্রাইকারকে এই কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। এ সময় রবিনহোর সঙ্গে আরও ৫ ব্যক্তি ঘটনার সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
তবে রবিনহোর এজেন্ট ও আইনজীবী মারিসা আলিজা র্যামোস ইনস্টিগ্রাম একাউন্টে দেয়া এক বিবৃতিতে রবিনহোর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তার মক্কেল রবিনহো এ ঘটনায় নির্দোষ বলে দাবি করেছেন তিনি। যদিও উত্তর ইতালির ওই আদালতের শুনানিতে তিনি অংশ নেননি।
র্যামোস বলেন, ‘বেশ কয়েক বছর আগের একটি ঘটনা নিয়ে রবিনহোর বিরুদ্ধে এই অভিযোগটি উত্থাপন করা হয়েছে।’ র্যামোসের ওই বক্তব্যটি রবিনহোর ইনস্টিগ্রাম একাউন্টে শেয়ার করা হয়েছে।
রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির সাবেক তারকা রবিনহো বর্তমানে তার জন্মস্থানের ক্লাব অ্যাটলেটিকো মিনেইরোতে খেলছেন। ব্রাজিল জাতীয় দলের হয়ে ১শ’টি আন্তর্জাতিক ম্যাচে অংশ নিয়ে তিনি ২৮টি গোল করেছেন।