গলায় কাঁচের টুকরো, হাসপাতালে লাউতারোর স্ত্রী !

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০৭ পিএম, ১৬ ডিসেম্বর ২০২২
গলায় কাঁচের টুকরো, হাসপাতালে লাউতারোর স্ত্রী !

কাতার বিশ্বকাপে প্রথম দল হিসাবে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। কয়েকদিনের বিশ্রামও পেয়েছেন ক্রিকেটাররা। তবে ফ্রান্সের বিপক্ষে ফাইনালের আগে লাউতারো মার্টিনেজের চিন্তার কারণ হয়ে দাঁড়ালেন তার স্ত্রী অগাস্টিনা গান্ডোলফো। পার্টিতে পানীয় খাওয়ার সময় তার গলায় কাঁচের টুকরো ঠুকে যায়। তড়িঘড়ি করে হাসপাতালে যেতে হয় এই আর্জেন্টাইন স্ট্রাইকারের স্ত্রীকে।

স্ত্রী অগাস্টিনা গান্ডোলফো দোহায় নৈশ পার্টিতে গিয়েছিলেন বোনকে নিয়ে। পার্টিও দারুন উপভোগ করছিলেন তিনি। কিন্ত পানীয় খাওয়ার সময় বুঝতে পারেন গলায় শক্ত কিছু বেঁধে গেছে। এরপর বোতলের দিকে তাকিয়ে অবাক বনে যান অগাস্টিনা। বোতলের মধ্যে একাধিক কাচের টুকরো দেখতে পান তিনি। দেখেই ভয়ে আতকে ওঠেন।

বড় বিপদের কথা মাথায় নিয়ে দ্রুত পার্টি থেকে বেরিয়ে যান এই খ্যাতনামী মডেল। অগাস্টিনার বোনের প্রেমিকও তখন পার্টিতে ছিলেন। দ্রুত তারা হাতপাতালে গিয়ে উপস্থিত হন। হাসপাতালে যাওয়ার পথে নিরাপত্তাকর্মীদের তারা বিষয়টি জানিয়ে যান। এরপর আর্জেন্টাইন দূতাবাসেও জানানো হয়। আর্জেন্টিনার ফুটবল শিবিরে থাকা লাউতারো শুনেই উদ্বিগ্ন হয়ে পড়েন। চিন্তা শুরু হয় লিওনেল মেসিদেরও।

হাসপাতালে যাওয়ার পর দ্রুতই সুস্থ্ হয়ে যান তিনি। তবে এমন ঘটনাকে কোনোভাবেই স্বাভাবিকভাবে নিতে পারছেন না অগাস্টিনা। তিনি ওই নৈশ্য ক্লাবের বিপক্ষে অভিযোগ তুলেছেন। তার প্রশ্ন, বোতলের মধ্যে কিভাবে ভাঙা কাঁচের টুকরো গেল? এছাড়া কেন বোতল পরিবেশন করার আগে ভালো করে দেখে নেওয়া হল না।

তবে আর্জেন্টাইন কিছু সংবাদ মাধ্যম জানিয়েছে, ক্লাসে পনীয় ঢেলেছিলেন অগাস্টিনা নিজেই। এরআগে গতবছর ইতালিতে একটি রেস্তোরায় খেতে গিয়ে ঝামেলা পাঁকিয়েছিলেন লাউতারোর স্ত্রী। ওই ক্লাবের বিপক্ষে অভিযোগ তোলেন খাবারের মূল্য বসানো ছিল না।

এদিকে এবার বিশ্বকাপে মোটেই ভালো সময় কাটছে না লাউতারোর। প্রচুর গোল মিস করেছেন। তাকে দেখা যাচ্ছে না চেনা ছন্দে। বিশ্বকাপে আর্জেন্টিনা ফাইনালে উঠলেও একটা গোলও পাননি লাউতারো। এখন পর্যন্ত আকাশি-নীল জার্সিতে ৪৫ ম্যাচে ২১ গোল করেছেন লাউতারো।

স্পোর্টসমেইল২৪/জেএম



শেয়ার করুন :


আরও পড়ুন

রোনালদোকে বেঞ্চে বসিয়ে রাখা কোচ সান্তোসের পদত্যাগ

রোনালদোকে বেঞ্চে বসিয়ে রাখা কোচ সান্তোসের পদত্যাগ

ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ফ্রান্স, মরক্কোর স্বপ্নভঙ্গ

ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ফ্রান্স, মরক্কোর স্বপ্নভঙ্গ

ডোপ কেলেঙ্কারিতে চার মাস নিষিদ্ধ শেহজাদ

ডোপ কেলেঙ্কারিতে চার মাস নিষিদ্ধ শেহজাদ

আর্জেন্টিনা নয়, মেসির হাতে ট্রফি চান রোনালদো

আর্জেন্টিনা নয়, মেসির হাতে ট্রফি চান রোনালদো