রোনালদোকে বেঞ্চে বসিয়ে রাখা কোচ সান্তোসের পদত্যাগ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:১৮ পিএম, ১৬ ডিসেম্বর ২০২২
রোনালদোকে বেঞ্চে বসিয়ে রাখা কোচ সান্তোসের পদত্যাগ

কাতার বিশ্বকাপে দলের ব্যর্থতার পর পর্তুগাল ফুটবল দলের কোচ ফার্নান্দো সান্তোস পদত্যাগ করেছেন। বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে দুর্ভাগ্যজনকভাবে পরাজয় এবং কয়েকটি বিতর্কিত সিদ্ধান্তের কারণে দায়িত্ব ছাড়লে তিনি। এখন রোনালদোদের মাস্টার হিসেবে সান্তোসের উত্তরসুরি হিসেবে সবার চেয়ে এগিয়ে আছেন হোসে মরিনহো।

এক বিজ্ঞপ্তিতে পুর্তগীজ ফুটবল ফেডারেশন (এফপিএফ) জানিয়েছে, ৬৮ বছর বয়সী সান্তোষের সঙ্গে ২০১৪ সালের সেপ্টেম্বরে জাতীয় দলের শুরু হওয়া পথচলার ইতি টানার বিষয়ে তারা একটি চুক্তিতে উপনীত হয়েছে। এখন পরবর্তী জাতীয় কোচ নিয়োগের প্রক্রিয়া শুরু করা হবে।

২০২৪ ইউরো বাছাইপর্বকে সামনে রেখে ফেডারেশন পরবর্তী কোচের দায়িত্বের জন্য হোসে মরিনহোকে টার্গেট করেছে বলে ডেইলি স্পোর্টস পত্রিকার এক খবরে বলা হয়েছে। বলা হয়, আপাতত অস্থায়ী ভিত্তিতে মরিনহোকে জাতীয় দলের দায়িত্ব দেওয়া হবে, যাতে করে তিনি ইতালীয় সিরি এ লিগের ক্লাব রোমার হয়ে চলতি মৌসুম পার করতে পারেন।

রোমার সঙ্গে অনুশীলন ক্যাম্প পরিচালনার জন্য বৃহস্পতিবার দক্ষিণ পর্তুগালে পৌঁছানোর পর এ বিষয়ে সাংবাদিকরা মরিনহোর কাছ থেকে জানতে চাইলে তিনি কোন মন্তব্য করেননি। নতুন বছরের মার্চে ইউরো ২০২৪ টুর্নামেন্টের বাছাইপর্ব শুরু হবে।

এদিকে সান্তোস বলেছেন, চাপের মাধ্যমে তাকে পদত্যাগে বাধ্য করা হয়নি। শনিবার কাতারে অনুষ্ঠিত ম্যাচে মরক্কোর কাছে ১-০ গোলে পরাজিত হবার পরও আট বছরের দায়িত্ব ছাড়ার বিষয়ে অনীহা প্রকাশ করেছিলেন সান্তোস। তবে তিনি স্বীকার করেছেন যে, ওই ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোকে বাদ দেওয়ার সিদ্ধান্তের সঙ্গে একমত ছিল না সবাই।

ফেডারেশনের ওয়েবসাইটে পোস্ট করা ভিডিওতে সান্তোস বলেন, “দারুণ কৃতজ্ঞতাবোধ নিয়ে আমি বিদায় নিচ্ছি। যখন আপনি একটি দলকে পরিচালনা করতে যাবেন, তখন কিছু কঠিন সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। সবাই যে আমার পছন্দ মেনে নিবে না, সেটাই স্বাভাবিক ব্যাপার।”

২০১৪ সালের সেপ্টেম্বরে পর্তুগালের দায়িত্ব গ্রহণের পর সান্তোস বড় শিরোপা হিসেবে দলকে এনে দিয়েছেন ২০১৬ সালের ইউরো এবং ২০১৯ সালের নেশন্স লিগের শিরোপা। তার আমলেই অবশ্য ২০১৮ বিশ্বকাপ ও ইউরো ২০২০ এর শেষ ষোল থেকে বিদায় নিয়েছে পর্তুগাল।

স্পোর্টসমেইল২৪/আরএস


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

আর্জেন্টিনাকে বিশ্ব জেতাতে চাচ্ছেন রেফারিরা, অভিযোগ সান্তোস-পেপের

আর্জেন্টিনাকে বিশ্ব জেতাতে চাচ্ছেন রেফারিরা, অভিযোগ সান্তোস-পেপের

রোনালদোর বিদায়ে মাশরাফির হৃদয়ও কেঁদে উঠেছে

রোনালদোর বিদায়ে মাশরাফির হৃদয়ও কেঁদে উঠেছে

জীবনের কঠিন সময় নিয়ে মুখ খুললেন রোনালদো

জীবনের কঠিন সময় নিয়ে মুখ খুললেন রোনালদো

কাতার বিশ্বকাপেই শেষ হচ্ছে না ‘রোনালদো অধ্যায়’

কাতার বিশ্বকাপেই শেষ হচ্ছে না ‘রোনালদো অধ্যায়’