বিশ্বকাপের আগে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে সম্পর্ক শেষ করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বকাপ চলাকালে গুঞ্জন উঠে, নতুন বছরে পাড়ি জমাবেন সৌদি আরবের ক্লাব আল-নাসরে। তবে বিশ্বকাপ শেষে নিজের সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদের মাঠে অনুশীলনে ফিরেছেন পর্তুগিজ এ স্ট্রাইকার।
ফিটনেস ঠিক রাখতে মাদ্রিদের মাঠে অনুশীলন করছেন সাবেক রিয়াল সুপারস্টার। আবারও নিজেকে চেনা মেজাজে ফিরতে রিয়ালের ট্রেনিং গ্রাউন্ড ভালদেবেবাসে অনুশীলনের অনুমতি চাইলে, সাড়া দেন রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ।
এমনকি, রোনালদোর যতদিন ইচ্ছা, ততোদিন রিয়ালের নিজস্ব ট্রেনিং গ্রাউন্ডে অনুশীলন চালিয়ে যাওয়ার যেতে পারবেন বলেও সম্মতি দিয়েছেন তিনি।
স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর তথ্যানুযায়ী, রোনালদোর সাথে রিয়াল মাদ্রিদের নতুন চুক্তির কোনো সম্ভাবনা নেই। ধারণা করা হচ্ছে, ইউরোপ ছেড়ে মধ্যপ্রাচ্য ক্লাব আল-নাসরে'এর হয়ে খেলবেন সিআর সেভেন।
ডেইলি মেইল-এর এক প্রতিবেদনে বলা হয়, দুই পক্ষের আলোচনা এখন শেষ পর্যায়ে। রিপোর্ট অনুযায়ী, নতুন চুক্তিতে মেসি-নেইমারের চেয়েও বেশি বেতন পাবেন রোনালদো।
এদিকে, রেড ডেভিলসের ছাড়ার পর কাতার বিশ্বকাপেও নিজের ছায়া হয়ে ছিলেন ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। গ্রুপ পর্বের প্রথম ম্যাচের পেয়েছেন একটি গোল, তাও স্পট কিক থেকে।
রাউন্ড অব সিক্সটিনে তো ছিলেন বেঞ্চে বসেই। সেমি-ফাইনাল মিশনেও বিরতির আগে মাঠে নামাননি সিআর সেভেনকে। পরে মরক্কোর কাছে হেরে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় ঘটে পর্তুগালের।
ম্যাচ শেষে রোনালদোর চোখের পানি হয়তো জানান দেয়, বিশ্বমঞ্চ আর পাবে না পর্তুগীজ কিংবদন্তিকে। বয়স ও ফর্ম বিবেচনায় এটাই হয়তো তার শেষ বিশ্বকাপ।
এছাড়া, জাতীয় দলে ফেরা নিয়ে শঙ্কা থাকলেও চলমান থাকবে রোনালদোর ক্লাব ফুটবলের মিশন। আর সেই জন্যই ফিট থাকতে পুরোনো আস্তানায় নিজেকে ঝালিয়ে নিচ্ছেন পর্তুগীজ মহাতারকা। এক দিকে লস ব্লাঙ্কোসদের নিয়ে ব্যস্ত কোচ কার্লো আনচেলত্তি। অন্যদিকে, একাই অনুশীলনে মত্ত ৩৭ বছর বয়সী রোনালদো।
এর আগে ২০০৯ থেকে ২০১৮ অবধি টানা ৯ বছর এখানে অনুশীলন করেছেন ক্রিস্টিয়ানো। লস ব্লাঙ্কোসদের সাথে প্রায় ৯ বছরের সম্পর্কে দুর্দান্ত ফর্মে রাজত্ব করেন সিআরসেভেন।
মাদ্রিদের জার্সি গায়ে জেতেন চ্যাম্পিয়ন্স লিগ, লা-লিগা, স্প্যানিশ সুপার কাপ। রিয়ালের সাথে তার অর্জনের খাতায় আছে চারটি চ্যাম্পিয়ন্স লিগ আর দুটি লা লিগাসহ ১৫টি ট্রফি। তার পাঁচটি ব্যালন ডি’অর জয়ও এই রিয়ালে থাকতেই।
শ্বেতশুভ্র জার্সিতে রোনালদো গড়েন ক্লাবের ইতিহাস সর্বোচ্চ ৪৫০ গোলের রেকর্ড। পরে ২০১৮ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালিয়ান ক্লাব জুভেন্টাস যোগ দেন তিনি।
স্পোর্টসমেইল২৪/এমটিআর/আরএস