ফুটবল বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বীর নাম ব্রাজিল-আর্জেন্টিনা। বরাবরই তাদের খেলা নিয়ে মাতামাতিতে ব্যস্ত সমর্থেকরা। তাদের ভক্তদের মাঝে কাদা ছোড়াছুড়ি নতুন কিছু নয়। তবে এবার সমর্থকদের ছাড়িয়ে আলোচনায় আর্জেন্টিনা ফুটবল টিম। ক্রোয়েশিয়ার বিপক্ষে জয় উদযাপন করতে গিয়ে ব্রাজিলকে কটাক্ষ করেছে আলবেসেলেস্তে’রা দাবি স্প্যানিশ গণমাধ্যমের।
স্প্যানিশ গণমাধ্যম মার্কার প্রতিবেদন মতে, সেমিফাইনালে জয়ের পর উদযাপন মাঠের মধ্যেই সীমাবদ্ধ ছিলনা। মাঠ ছাড়ার পর ড্রেসিং রুমেও আনন্দে মত্ত হতে দেখা যায় আকাশি-নীলদের। তবে উৎসব উদযাপের মধ্যে ভাইরাল হয়ে যায় আলবেসেলেস্তে’দের একটি গান।
আর্জেন্টাইন সমর্থকদের গাওয়া এক গান শোনা যায় লিওনেল স্কালোনির শিষ্যদের মুখে। গানটিতে ব্রাজিলকে খোঁচা দিয়ে কটাক্ষ করা হয়েছে দাবি স্প্যানিশ গণমাধ্যমটির। কেননা গানের কথা গুলো অনেকটা এমন-
কুঁকড়ে যাওয়া পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের (ব্রাজিল) কী হল?
মেসির জন্য কাপ রেখে তারা রিওতে (নিজ দেশে) চলে গেল,
আমরা আর্জেন্টাইনরা সব সময়ই উজ্জীবিত থাকি
আমাদের চোখে বিশ্বকাপ জয়ের স্বপ্ন
আমরা আর্জেন্টাইনরা ম্যারাডোনা ও মালভিনাসকে (ফকল্যান্ড দ্বীপপুঞ্জ) ভুলে যাইনি
আমরা এমনই, তোমাদেরও প্রেরণা দেয়
মার্কার মতে, মাঠে দর্শকদের সাথে গানের দ্বিতীয় অংশটি গেয়েছেন আকাশি-নীল জার্সিধারীরা। ক্রোয়েশিয়াকে হারিয়ে লুসেল স্টেডিয়ামের গ্যালারিতে গানটি গাইতে থাকে সমর্থকরা। অ্যাঞ্জেল ডি মারিয়াকেও সমর্থকদের সঙ্গে এই গানে গলা মেলাতে দেখা যায়। এর আগে ২০২১ কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে কাপ জেতার পরও এই গানটিই গেয়েছিলেন মেসিরা।
এদিকে মেসির ম্যাজিকে ভর করে ২০১৮সালের ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালের প্রতিশোধ নিলেন লিওনেল স্কালোনির শিষ্যরা। সেবার ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছিল মেসির দল। কাতার বিশ্বকাপে আবারও সেমিফাইনালে কোকাস্তি'দের পেয়ে আগের হারের মধুর প্রতিশোধ নিলো আলবেসেলেস্তে’রা। লুকামদ্রিজের দলটিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠে মেসির দল।
অন্যদিকে গ্রুপ পর্ব থেকেই ব্রাজিলের নতুন রূপ দেখেছে বিশ্বমঞ্চ। ভিনিসিয়ার জুনিয়র, নেইমার, রিচার্লসন, লুকাস পাকুয়েতাদের সাম্বা ঝড়ে বিধ্বস্ত হয়েছে প্রতিপক্ষ। মিশন হেক্সাতে বাধা হতে পারেনি সার্ভিয়া, সুইজারল্যান্ড কিংবা দক্ষিণ কোরিয়া। তবে কোয়ার্টার ফাইনালের ক্রোয়েশিয়ার বিপক্ষে ট্রাইবেকারের হারে তিক্ত স্বাদ নিয়ে বিশ্বকাপ ছাড়ে পাঁচ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল।
ব্রাজিলকে হারানো সেই ক্রোয়েশিয়ার বিপক্ষে জয় যেন অন্যরকম তৃপ্তি দিচ্ছে আলবেসেলেস্তে’দের। ৩৬ বছরের বিশ্বকাপের জেতার স্বপ্ন পূরণ করতে রবিবার (১৮ ডিসেম্বর) ফাইনালে নামবে আর্জেন্টিনা।
স্পোর্টসমেইল২৪/এমটিআর