কী শাস্তি পাবে আর্জেন্টিনা?

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪৪ পিএম, ১২ ডিসেম্বর ২০২২
কী শাস্তি পাবে আর্জেন্টিনা?

বিতর্কীত রেফারিংয়ে আলোচনায় স্প্যানিশ রেফারি আন্তনিও মাতেও লাহজ। অথচ শাস্তি পেতে হচ্ছে আর্জেন্টিনাকে! আজব মনে হলেও এটাই সত্যিই। অতিরিক্ত কার্ড দেখার কারণে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনকে মোটা অংকের জরিমানা করা হবে। জরিমানা গুণতে হবে নেদারল্যান্ডসকেও।

কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে দু’দলের মধ্যে তৈরি হওয়া উত্তপ্ত পরিস্থিতি সামনে এনে আর্জেন্টিনার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগও এনেছে ফিফা। তারা এখন বিষয়টি তদন্ত করছে। ‘ম্যাচের শৃঙ্খলা ও নিরাপত্তার’ কথা উল্লেখ করে অভিযোগ করা হয়েছে।

ম্যাচে আর্জেন্টিনার খেলোয়াড়রা সব মিলে আটটি হলুদ কার্ড দেখেছেন। নেদারল্যান্ডসের খেলোয়াড়রা দেখেছেন ছয়টি হলুদ কার্ড ও একটি লাল কার্ড। সব মিলে ম্যাচে ১৮ টি কার্ড দেখিয়েছেন রেফারি। ফুটবল বিশ্বকাপে যা সর্বোচ্চ।

ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ালে আর্জেন্টিনার কোচিং স্টাফরা মাঠে ঢুকে পড়ে। এছাড়া টাইব্রেকারের সময়ও দু’দলের খেলোয়াড়দের মধ্যে উত্তাপ্ত বাক্য বিনিময় হয়। সাধারণত এক ম্যাচে কোনো দল পাঁচটি হলুদ কার্ড দেখলেই তাদের বিপক্ষে আচারণবিধি ভঙ্গের অভিযোগ আনা হয়।

দু’দেশের ফেডারেশনকেই ১৫ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করা হতে পারে। তবে এ ম্যাচের পর রেফারিকে ধুয়ে দিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।

কাতার বিশ্বকাপে এর আগে জরিমানা গুণেছে সৌদি আরব। তারা দু’বার এ আচারণবিধি ভেঙেছে। তবে আর্জেন্টিনার শাস্তি বেশি হতে পারে। এ ম্যাচে কার্ড দেখেন মেসিও। এছাড়া দুই ম্যাচে কার্ড দেখার কারণে গুরুত্বপূর্ণ সেমি-ফাইনালে অর্জেন্টিনা পাবে না ডিফেন্ডার মার্কোস আকুনিয়া ও গোনসালো মোন্তিয়েলকে।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

আর্জেন্টিনাকে বিশ্ব জেতাতে চাচ্ছেন রেফারিরা, অভিযোগ সান্তোস-পেপের

আর্জেন্টিনাকে বিশ্ব জেতাতে চাচ্ছেন রেফারিরা, অভিযোগ সান্তোস-পেপের

বিশ্বকাপে সেমি ও ফাইনালের জন্য নতুন ফুটবল ‌‍‘আল হিল্ম’

বিশ্বকাপে সেমি ও ফাইনালের জন্য নতুন ফুটবল ‌‍‘আল হিল্ম’

কাতার বিশ্বকাপে গোলবারের নায়কেরা

কাতার বিশ্বকাপে গোলবারের নায়কেরা

রোনালদোর বিদায়ে মাশরাফির হৃদয়ও কেঁদে উঠেছে

রোনালদোর বিদায়ে মাশরাফির হৃদয়ও কেঁদে উঠেছে