আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন বেলজিয়ামের তারকা উইঙ্গার এডেন হ্যাজার্ড। বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর দেশে ফিরে হ্যাজার্ড এ ঘোষণা দেন।
রিয়াল মাদ্রিদের ৩১ বছর বয়সী এ তারকা ফুটবলার সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলকে বিদায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি লিখেন, “আজ থেকে পৃষ্ঠা বন্ধ হয়ে গেল। অকুণ্ঠ সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ।”
হ্যাজার্ড বলেন, “২০০৮ সাল থেকে যে পরিমাণ আনন্দ আমি পেয়েছি তার জন্য ধন্যবাদ। আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। এ মুহূর্তে এই ধরনের সিদ্ধান্ত নিতে আমি প্রস্তুত। সবাইকে খুব বেশি মিস করবো।”
হ্যাজার্ডের এমন বার্তার পর রেলজিয়াম দলের পক্ষ থেকে শুভকামনা জানানো হয়েছে। টুইট করে বলা হয়, “অধিনায়ক, তোমার জন্য শুভকামনা।”
২০০৮ সালে টিনএজার হিসেবে বেলজিয়ামের জার্সি গায়ে অভিষেক হয়েছিল অ্যাটাকিং মিডফিল্ডার বা উইঙ্গার হ্যাজার্ডের। এখন পর্যন্ত ১২৬ ম্যাচে ৩৩ গোল করেছেন তিনি।
বেলজিয়ামের ‘স্বর্ণালী প্রজন্ম’ এর অন্যতম সহযোদ্ধা হলেন হ্যাজার্ড। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে যে দলটি সেমি-ফাইনালে খেলেছিল তার গর্বিত সদস্য ছিলেন হ্যাজার্ড।
র্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে থেকে কাতার বিশ্বকাপে খেলতে এসেছিল বেলজিয়াম। কিন্তু দলের বেশিরভাগ খেলোয়াড়ের বয়স এখন ৩০’র কোটায়, যে কারণে আধুনিক গতিময় ফুটবলের সাথে তারা আর পেরে উঠেনি। মরক্কো ও ক্রোয়েশিয়ার পর গ্রুপ-এফ’র তৃতীয় দল হিসেবে তাদের বিদায় ঘটে। কাতারে বেলজিয়ামের নেতৃত্বে ছিলেন হ্যাজার্ড।
২০১২ সালে ফরাসি ক্লাব লিলি থেকে চেলসিতে যোগ দেন এ ফরোয়ার্ড। এরপর প্রিমিয়ার লিগে নিজেকে দলের অপরিহার্য্য একজন খেলোয়াড় হিসেবে গড়ে তুলেন। চেলসির হয়ে জিতেছেন দুটি শিরোপা।
২০১৯ সালে বড় অঙ্কের বিনিময়ে রিয়াল মাদ্রিদে পাড়ি জমান। কিন্তু বার বার ইনজুরির আঘাতে মাদ্রিদে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি।
এদিকে, এবারের বিশ্বকাপ সম্ভবত বেলজিয়ামের অন্যান্য তারকা কেভিন ডি ব্রুইনা, থিবো কোর্তোয়ারও শেষ বিশ্বকাপ হিসেবে ধরে নেওয়া হয়েছে। ইতিমধ্যেই বেলজিয়ামের বিদায়ের পর কোচ রবার্তো মার্টিনেজও পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
স্পোর্টসমেইল২৪/আরএস