কাতারে চলছে ২২তম ফিফা ফুটবল বিশ্বকাপের নক-আউট পর্ব। জমজমাট এ খেলা মাঝে এলো আরও এক নতুন তথ্য। ফুটবল বিশ্বকাপে ভারত না থাকলেও ফাইনালের ট্রফির পাশে থাকবেন ভারতীয় একজন! তিনি হলেন- বলিউডের বাজিরাও মাস্তানির নায়িকা দীপিকা পাডুকোন।
সব কিছু ঠিকঠাক চললে আসরের ফাইনাল মাঠে গড়াবে ১৮ ডিসেম্বর। সে দিনই কাতারের লুসান আইকনিক স্টেডিয়ামে দেখবে ২২তম ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। একই সাথে উম্মোচন করা হবে বিশ্বকাপের ট্রফি।
ট্রফি উম্মোচনের দায়িত্বে থাকবেন না সাবেক কিংবদন্তি কোনো ফুটবলার। বরং প্রথমবারের মতো একজন বলিউড সুন্দরীর সৌভাগ্যে পড়েছে এ দায়িত্ব। বাজিরাও মাস্তানির নায়িকা দীপিকা পাডুকোনকে ফাইনালে ট্রফি উন্মোচনের জন্য বেছে নিয়েছে ফিফা।
যদিও এ বিষয় ফিফা বা দীপিকার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তবে বিষয়টি এখন নিশ্চিত। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে বেশ গুরুত্বের সাথেই সংবাদটি প্রকাশ করা হচ্ছে।
এ কার্যকর হলে সেটি হবে বিশ্ব রেকর্ড। কেননা ফিফার ইতিহাসে এর আগে কোনো অভিনেত্রী এ সুযোগ পাননি। ট্রফি উম্মোচন করলে রীতিমতো ইতিহাস গড়বেন ৩৬ বছর বয়সী এই বলিউড তারকা।
এর আগে বিশ্বকাপে উদ্বোধনী মঞ্চে প্রথম ভারতীয় তারকা হিসেবে পারফর্ম করার কথা ছিল নোরা ফাতেহির। তেলের দেশে যদিও নাচেননি নোরা। তবে এবার গুঞ্জন বাস্তবে রূপ নিলে বলিউড দর্শন হবে মধ্যপ্রাচ্যের। একই সাথে বাজিরাও মাস্তানির নায়িকার মুকুটে যোগ হবে নতুন পালক।
স্পোর্টসমেইল২৪/এমটিআর/আরএস