ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা, সিরিয়া কিংবা বুন্দেসলিগা -ইউরোপের বিখ্যাত এসব টুর্নামেন্টে থাকার আশা শেষ করলেন পর্তুগালের তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বকাপের পর তেলের দেশে পাড়ি জমাচ্ছেন পর্তুগিজ এ স্ট্রাইকার। ইউরোপ ছেড়ে মধ্যপ্রাচ্য ক্লাবের হয়ে খেলবেন সিআরসেভেন।
স্প্যানিশ গণমাধ্যমগুলোতে এমন তথ্য জানানো হয়েছে। মার্কার এক প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের ক্লাব আল-নাসরে এর সাথে আড়াই বছরের চুক্তি করছেন রোনালদো। রিপোর্ট অনুযায়ী, নতুন চুক্তি অনুযায়ী মেসি-নেইমারের চেয়েও বেশি বেতন পাবেন রোনালদো।
ডেইলি মেইল-এর এক প্রতিবেদনে বলা হয়, দুই পক্ষের আলোচনা এখন শেষ পর্যায়ে। যেখানে আল-নাসরে রোনালদোর বাৎসরিক বেতন হবে ১৭৩ মিলিয়ন পাউন্ড, অর্থাৎ প্রায় ২০০ মিলিয়ন ইউরো। যা বাংলাদেশি টাকায় প্রায় ২,১৮০ কোটি টাকা।
কাতারে বিশ্বকাপ চলাকালীন রোনালদোর দলবদল নিয়ে গুঞ্জন শোনা যায়। কেননা বিশ্বকাপের আগেই ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে তার সম্পর্কে ফাটল ধরে। কোচ এরিক টেন হাগ তাকে ম্যাচের পর ম্যাচ বেঞ্চে বসিয়ে রাখায় রাগান্বিত হয়ে বেশ কয়েকবার মুখও খুলেছিলেন ৩৭ বছর বয়সী এ তারকা ফুটবলার।
সবশেষে রেড ডেভিলসদের সঙ্গে ইতি টানার সাথে সাথে চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগও শেষ করলেন। স্পানিস গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বিশ্বকাপ মিটলেই কাতার থেকে সোজা জেড্ডায় উড়ে যাবেন রোনালদো। যেখানে সৌদির ক্লাবে খেলতে সই করবেন পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী এ তারকা ফুটবলার।
এর আগে ২০২১-২২ মৌসুমে ১ কোটি ৪০ লাখ ইউরো দিয়ে রোনালদোকে ছেড়ে দেয় জুভেন্টাস। সেখান থেকে সিআরসেভেন ফেরেন তার পুরানো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে। যদিও খুব একটা চমক দেখাতে পারেননি তিনি। ২০২১-২২ মৌসুম ও ২০২২-২৩ এর এখন পর্যন্ত তার গোল সংখ্যা ৫৪ ম্যাচে ২৭টি।
স্পোর্টসমেইল২৪/এমটিআর/আরএস