ঝলমলে পারফরম্যান্স দিয়ে বিশ্বকাপ শুরু করা ব্রাজিল ধাক্কা খায় ইনজুরিতে। প্রথম ম্যাচ খেলেই মাঠের বাইরে চলে যান দলের প্রাণভোমরা নেইমার। টানা দুই জয়ে শেষ ষোলো নিশ্চিত করা ব্রাজিল তৃতীয় ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে বেঞ্চের শক্তি দেখতে গিয়ে অবশ্য হেরে বসে। ওই ম্যাচেই ইনজুরিতে পড়ে স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস ও ডিফেন্ডার অ্যালেক্স তেলেসের বিশ্বকাপ শেষ হয়ে গেছে।
শুধু তাই নয়, ফুটবলের রাজা পেলের অবস্থাও সঙ্কটাপূর্ণ। বিশ্বকাপের উচ্ছ্বাস এতোগুলো ঘটনা হঠাৎ করেই বিষাদে ভরিয়ে দেয় ব্রাজিল শিবিরে। তবে গ্রুপ পর্বের আগেই সবচেয়ে বড় সুখবরটা পেয়ে গেছে ব্রাজিল। পুরোপুরি ফিট নেইমার, শেষ ষোলোর ম্যাচে খেলতে তার কোনো সমস্যা নেই।
ব্রাজিলের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়াও অবশ্য দারুণ ছন্দে রয়েছে। শেষ ম্যাচে তারা শক্তিশালী পুর্তগালকে হারিয়ে দিত্বীয় রাউন্ডের টিকিট পায়। তবে অঘটনের বিশ্বকাপে হট ফেবারিট ব্রাজিলের বিপক্ষে আরও একবার নিজেদের জানান দিতে চায় উজ্জীবিত দক্ষিণ কোরিয়া। দোহার ৯৭৪ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
ইনজুরির পর শনিবার রাতে নেইমার প্রথম অনুশীলন করেছে। সারা বিশ্ব পেলের শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত ছিল, বসেছিল প্রার্থণায়। তবে সাবইকে সাহস দিয়ে নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তার দিয়ে পেলে জানান, “বন্ধুরা সবাই শান্ত ও ইতিবাচক থাকুন। ভালোবাসার প্রতিটি বার্তা আমাকে শক্তি যোগাচ্ছে। আমি ব্রাজিলের খেলাও দেখছি।”
এ বার্তাই যেন ব্রাজিলকে আরও তাতিয়ে দিয়েছে। তিনবার বিশ্বকাপজয়ী দলের সদস্য পেলের বার্তায় উজ্জীবিত হয়ে ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জেতার তাগিদ আরও জোড়ালভাবে অনুভব করছে ব্রাজিল।
কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়া ২-০ গোলে হারিয়ে শুরু করেছিল তারা। দ্বিতীয় ম্যাচে অবশ্য সহজে জিততে পারেনি। সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারায়। দ্বিতীয় সারির দল নিয়ে এরপর হার ক্যামেরুনের বিপক্ষে। তবে নকআউট পর্ব থেকে সেরা ছন্দ দেখাতে চায় ব্রাজিল। ডিফেন্ডার দানিলোও ফিট। কোচ তিতে জানিয়ে দিয়েছেন, গ্রুপ পর্বে শেষ ম্যাচে হারের হতাশা ভুলে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে রুদ্ররূপ দেখাবে ব্রাজিল।
ফেবারিট ধরা ব্রাজিলকে ভয়ের কিছুই দেখছেন না ব্রাজিলের কোচ পাওলো বেন্তো। তাদের ভয় পাওয়ারও কথা নয়। গ্রুপ পর্বে যে তারা অন্যতম সেরা দুই দল উরুগুয়ের সাথে ড্র ও পুর্তগালকে হারিয়ে। নিজেদের খেলা নিয়ে এগিয়ে যেতে পারলে কোরিয়াই ম্যাচ জিতবে বলে বিশ্বাস কোচের।
তিনি বলেন, বিশ্বমানের খেলোয়াড়দের বিপক্ষে আমরা ভয় পাই না। আমাদের দলেও বিশ্বমানের খেলোয়াড় আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা দেখাতে চাই যে, জিততে এসেছি। প্রতিদ্বন্দ্বিতা করতে চাই, শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে চাই।
স্পোর্টসমেইল২৪/আরএস