রাশিয়া বিশ্বকাপের তৃতীয় নির্ধারণী ম্যাচ শুরু হচ্ছে আজ (শনিবার) বাংলাদেশ সময় রাত ৮টায়। এ ম্যাচে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও বেলজিয়াম। তৃতীয় নির্ধারণী এ ম্যাচে দু’দলেরই একাদশে পরিবর্তন আনা হয়েছে।
গ্রুপ জি এর শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল এ দুইদল। তখন অবশ্য দুই দলেই অনেকগুলো পরিবর্তন এসেছিল। রবার্তো মার্টিনেজ অবশ্য বড় পরিবর্তন আনেননি। থমাস মুনিয়ের ছিলেন না আগের ম্যাচে, তিনি ফিরেছেন।
মারুয়ন ফেলাইনির জায়গায় এসেছেন টিয়েলেমানস। এছাড়া বেলজিয়াম স্কোয়াড অপরিবর্তিত। গ্যারেথ সাউথগেট পরিবর্তন এনেছেন ৫টি। প্রায় পুরো মিডফিল্ডই বদলে দিয়েছেন তিনি। রক্ষণে শুধু এসেছেন ফিল জোনস।
বেলজিয়াম একাদশ :
কোর্তোয়া, অ্যাল্ডারওয়াইরেল্ড, কোম্পানি, ভের্টোনহেন, মুনিয়ের, টিয়েলেমানস, উইটসেল, চাডলি, হ্যাজার্ড, ডি ব্রুইন, লুকাকু।
ইংল্যান্ড একাদশ :
পিকফোর্ড, জোনস, স্টোনস, ম্যাগুয়ের, ট্রিপিয়ের, লফটাস চিক, ডায়ার, ডেলফ, রোজ, স্টার্লিং, কেইন।