গ্রুপ পর্ব থেকে ছিটকে গেলেন নেইমার ও ডানিলো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২৮ এএম, ২৬ নভেম্বর ২০২২
গ্রুপ পর্ব থেকে ছিটকে গেলেন নেইমার ও ডানিলো

গোঁড়ালির লিগামেন্টের ইনজুরির কারণে কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে খেলতে পারবেন না ব্রাজিলের তারকা দুই ফুটবলার নেইমার ও ডানিলো। দলের মেডিকেল বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

চলমান কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে গোঁড়ালিতে চোট পান স্ট্রাইকার নেইমার ও ডিফেন্ডার দানিলো। ম্যাচের ৮০ মিনিটে সার্বিয়ার নিকোলা মিলেনকোভিচের ট্যাকলে চোট পেয়ে মাঠ ছাড়েন নেইমার।

মাঠে পুরো সময় খেললেও ম্যাচ শেষে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তে দেখা গেছে ডানিলোকে। ব্রাজিল দলের পক্ষ থেকে জানানো হয়, নেইমারের মতো গোঁড়ালির ইনজুরিতে পড়েছেন ডানিলো।

ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার জানিয়েছেন, শুক্রবার বিকেলে এমআরআই করানো হয়েছে নেইমার ও ডানিলোর। দু’জনেরই গোঁড়ালিতে লিগামেন্টে চোট ধরা পড়েছে। এটি নিশ্চিত যে, পরের ম্যাচে তারা খেলতে পারবেন না। আমরা সতর্ক থাকবো। তাদের চিকিৎসা করানো হবে যাতে আবারও আসরে মাঠে নামতে পারেন তারা।

গত কয়েক বছর ধরে ডান পা ও গোঁড়ালির সমস্যায় ভুগছেন নেইমার। সার্বিয়ার বিপক্ষে মাঠ ছাড়ার সময় হতাশ দেখিয়েছে তাকে। ডান পায়ের গোঁড়ালির ইনজুরিতে ২০১৯ সালের কোপা আমেরিকায় খেলতে পারেননি নেইমার।

২০১৪ সালের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে কলাম্বিয়ার বিপক্ষে ম্যাচে ফিঠের ইনজুরিতে পড়েন নেইমার। সেমি-ফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে হেরে যাওয়া ম্যাচে খেলতে পারেননি এ তারকা খেলোয়াড়।

তারা ছাড়াও ব্রাজিল শিবিরে ইনজুরিতে ভুগছেন উইঙ্গার অ্যান্টনি এবং মিডফিল্ডার লুকাস পাকুয়েটা। সোমবার সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে তাদের খেলা নিয়ে সংশয় রয়েছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে খেলবে ব্রাজিল।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

গ্যালারিতে বসে নেইমারদের জয় দেখলেন তামিম ইকবাল

গ্যালারিতে বসে নেইমারদের জয় দেখলেন তামিম ইকবাল

রিচার্লিসনের জোড়া গোল, ব্রাজিলের দারুণ শুরু

রিচার্লিসনের জোড়া গোল, ব্রাজিলের দারুণ শুরু

উত্তেজনা ছড়ানো ম্যাচে জয় পেল পর্তুগাল

উত্তেজনা ছড়ানো ম্যাচে জয় পেল পর্তুগাল

সৌদি আরবের কাছে পরাজয় একটি ‘বড় ধাক্কা’: মেসি

সৌদি আরবের কাছে পরাজয় একটি ‘বড় ধাক্কা’: মেসি