শুরুতে ব্রাজিলের কিছুটা ছন্নছাড়া খেলার বিপরীতে প্রথমার্ধ পর্যন্ত নিজেদের জাল অক্ষুণ্ন রাখতে পেরেছিল সার্বিয়া। তবে দ্বিতীয়ার্ধে তা আর সম্ভব হয়নি। নিজের আক্রমণাত্মক ফুটবল খেলা উপহার দিয়ে সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলের জয় দিয়ে কাতার বিশ্বকাপে যাত্রা শুরু কররো ব্রাজিল। দলের পক্ষে জোড়া গোল করেছেন রিচার্লিসন।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দিনগত রাত ১টায় (বাংলাদেশ সময়) শুরু হয় ‘জি’ গ্রুপের এ ম্যাচটি। সার্বিয়ার বিপক্ষে প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ করে ব্রাজিল। বিরতির পর ম্যাচের ৬২ এবং ৭৩তম মিনিটে জোড়া গোল করে দলকে জয় উপহার দেন রিচার্লিসন।
ব্রাজিল শক্তিশালী প্রতিপক্ষ হলেও রক্ষণাত্মকভাবে খেলে প্রথমার্ধে জাল অক্ষত রাখে সার্বিয়া। যদিও প্রথম ২৫ মিনিটে ব্রাজিলও উল্লেখযোগ্য ঘটনা ঘটানোর মতো কোন আক্রমণে যেতে পারেনি। ম্যাচের ২৭তম মিনিটে সুযোগ পেয়েও ব্যর্থ হয় ব্রাজিল।
প্রথম সুযোগ পাওয়ার সাত মিনিট পর আবারও আরও একটি ভালো সুযোগ পেয়েছিল নেইমররা। তবে লুকাস পাকেতার পাস থেকে বক্সে বল পেয়ে গোলরক্ষক বরাবর রাফিনিয়ার দুর্বল শটে সেটিও ব্যর্থ হয়। ফলে গোলশূন্য ব্যবধানে শেষ হয় প্রথমার্ধের খেলা।
বিরতির পর ম্যাচের ৫৫তম মিনিটে নেইমারের লক্ষ্যভ্রষ্ট শটে আবারও হতাশ হন ব্রাজিল সমর্থকরা। মাঠের বাঁ দিক থেকে ভিনিসিউস পেনাল্টি স্পট বল দিলেও শরীরের ভারসাম্য হারিয়ে ফেলেন নেইমার। ফলে ঠিক লক্ষ্যে শট নিতে পারেননি তিনি। অবশেষে ম্যাচের ৬২তম মিনিটে দেখা মেলে প্রথম সাফল্য।
প্রতিপক্ষের চ্যালেঞ্জ সামলে বল নিয়ে বক্সে ঢোকেন নেইমার। এরপর কাছে থাকা ভিনিসিউসের শট গোলরক্ষক ফিরিয়ে দিলেও বক্সের মুখে থাকা রিচার্লিসন কাজের কাজটি করেন। দলকে ১-০ গোলে এগিয়ে দেন তিনি।
প্রথম গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয় গোলটি পেতে ব্রাজিলের অবশ্য খুব বেশি সময় নিতে হয়নি। ১১মিনিট পর ম্যাচের ৭৩তম মিনিটে অসাধারণ নৈপুণ্যে ব্যবধান দ্বিগুণ করেন রিচার্লিসন।
মাঠের বাঁ দিক থেকে সাইড ফুট ক্রস বাড়ান ভিনিসিউস, বাঁ পায়ের টোকায় বল উপরে তুলে শরীরটাকে শূন্যে ভাসিয়ে দুর্দান্ত অ্যাক্রোবেটিক শটে ঠিকানা খুঁজে নেন তিনি। নিজের জোড়া গোলের পাশাপাশি দলের জয় নিশ্চিত করেন টটেনহ্যাম হটস্পার এ ফরোয়ার্ড।
পুরো ম্যাচে ৫৯ শতাংশ সময় বল দখলে রেখেছিল ব্রাজিল। এ সময়ের মধ্যে প্রতিপক্ষের গোলবারে তারা শট নিয়েছিল ২২টি, যার মধ্যে ৮টি টার্গেট শট ছিল। বিপরীতে ৪১ শতাংশ সময় বল পাওয়া সার্বিয়া নিয়েছিল মাত্র ৫টি শট, যেখানে কোন টার্গেট শট নেওয়ার সুযোগ তৈরি করতে পারেনি তারা।
স্পোর্টসমেইল২৪/আরএস