হাড্ডাহাড্ডি লড়াই শেষে জয়ের হাসি নেদারল্যান্ডসের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:১৪ পিএম, ২২ নভেম্বর ২০২২
হাড্ডাহাড্ডি লড়াই শেষে জয়ের হাসি নেদারল্যান্ডসের

হাড্ডাহাড্ডি শেষেও সেনেগালের বিপক্ষে জয় নিয়ে কাতার বিশ্বকাপ মিশন শুরু করলো নেদারল্যান্ডস। ম্যাচের ৮৩তম মিনিট পর্যন্ত লড়াই করে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ গোলশূন্য রেখেছিল সেনেগাল। তবে ৮৪ ও ইনজুরি টাইমের (৯০+৯) ৯ম মিনিটে গোল করে ২২তম ফিফা বিশ্বকাপে জয় দিয়ে শুরু করতে সক্ষম হয় ডাচরা।

সোমবার (২১ নভেম্বর) গ্রুপ-এ’র ম্যাচে নেদারল্যান্ডস ২-০ গোলে হারিয়েছে সেনেগালকে। হাড্ডাহাড্ডি লড়াই করেও শেষ মুর্হূতে দুই গোল হজম করে হারের হতাশায় ডুবতে হয় আফ্রিকান সিংহদের।

দোহার আল-থুমামা স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে চমক দেখানোর লক্ষ্য নিয়ে মাঠে নামে ২০০২ আসর চ্যাম্পিয়ন ফ্রান্সকে ১-০ গোলে হারানো সেনেগাল। সেনেগালের জন্য বড় দুঃসংবাদ ছিল বিশ্বকাপের আগে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় সাদিও মানেকে হারানো। কিন্তু ম্যাচের প্রথমার্ধে নেদারল্যান্ডসের সাথে পাল্লা দিয়ে লড়াই করেছে সেনেগাল।

বরং ম্যাচের প্রথম ১০ মিনিটে দু’টি আক্রমণ করে সেনেগাল। ভাগ্য সহায় না থাকায় গোলের দেখা পায়নি তারা। এরপর সময় নিয়ে মধ্যমাঠের দখল নিয়ে আক্রমণ শানায় নেদারল্যান্ডস। তবে সেনেগালের ডিফেন্সে ভাঙন ধরাতে পারেনি তারা। তাদেরও দু’টি ভালো আক্রমণ ব্যর্থ করে দেয় সেনেগালিজরা।

এর মধ্যে ১৯ মিনিটে গোলের সবচেয়ে ভালো সুযোগ পেয়েছিলেন নেদারল্যান্ডসের মিডফিল্ডার ফ্রেংকি ডি জং। সেনেগালের গোলরক্ষককে একা পেয়েও জং শট নিতে দেরি করায় নিশ্চিত গোল বঞ্চিত হয় নেদারল্যান্ডস।

শেষ পর্যন্ত প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই। বল দখলে নেদারল্যান্ডস কিছুটা এগিয়ে থাকলেও পরিসংখ্যান বলছে, তুলনামূলক ভালো খেলেছে আফ্রিকান দলটি। এই অর্ধে ৭টি শট নেয় সেনেগাল। টার্গেটে ছিল ২টি। আর ৫টি শট নেয় নেদারল্যান্ডস। টার্গেটে ছিল না একটিও।

প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেরও শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলে ‍দুই দলই। দ্বিতীয়ার্ধে প্রথম ২০ মিনিটে দু’টি করে শট নেয় দু’দল। এর মধ্যে সেনেগালের শট দুটি হয় লক্ষ্যভ্রষ্ট।

হাড্ডাহাড্ডি লড়াইয়েও গোল না হওয়ায় ড্র’র দিকে এগিয়ে যাচ্ছিল ম্যাচটি। তবে ৮৪ মিনিটে কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় নেদারল্যান্ডস। ১৯ মিনিটে সহজ গোল মিস করা ফ্রেংকির ক্রসে বক্সের ভেতর থেকে স্ট্রাইকার কোডি গাকপো হেডের মাধ্যমে গোল করলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ডাচরা।

এ অবস্থায় শেষ সময়ে গোল হজম করে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে সেনেগাল। নির্ধারিত সময় শেষ হওয়ার পরও ইনজুরি সময়ে ১১ মিনিট খেলা হয়। ৯ম মিনিটে মিডফিল্ডার ডেভি ক্লাসেন দলের পক্ষে দ্বিতীয় গোল করলে ২-০ ব্যবধানের জয় পায় নেদারল্যান্ডস।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

ইরানের বিপক্ষে ইংল্যান্ডের গোল উৎসব

ইরানের বিপক্ষে ইংল্যান্ডের গোল উৎসব

কাতারকে হারিয়ে ইকুয়েডরের দারুণ শুরু

কাতারকে হারিয়ে ইকুয়েডরের দারুণ শুরু

বিশ্বকাপে সমালোচলদের ‘ভন্ডামি’ বললেন ফিফা সভাপতি

বিশ্বকাপে সমালোচলদের ‘ভন্ডামি’ বললেন ফিফা সভাপতি

মেসিকে বলেছি ‘আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতবে ব্রাজিল’: নেইমার

মেসিকে বলেছি ‘আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতবে ব্রাজিল’: নেইমার