বিশ্বকাপে সমালোচলদের ‘ভন্ডামি’ বললেন ফিফা সভাপতি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:১১ পিএম, ২০ নভেম্বর ২০২২
বিশ্বকাপে সমালোচলদের ‘ভন্ডামি’ বললেন ফিফা সভাপতি

ফুটবল বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তে কাতারের মানবাধিকার নিয়ে সমালোচনাকারীদের একহাত নিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। পশ্চিমা সমালোচনাকে ‘ভন্ডামি’ বলে মন্তব্য করেছেন তিনি।

কাতারে মানবাধিকার নিয়ে পশ্চিমা সমালোচনাকে ‘ভন্ডামি’ বলে উড়িয়ে দেন ফিফা প্রধান। এ সময় কাতারের কর্মকর্তারা বলেন, তাদের দেশ ‘দ্বিমুখি আচরণ’ ও ‘বর্ণবাদের’ শিকার। তারা (সমালোচকরা) এখানকার কাজের পরিবেশ ও নিরাপত্তার সংস্কারের দিকে ইঙ্গিত করছে যেটি এই অঞ্চলে যুগান্তকারী হিসেবে স্বীকৃতি পেয়েছে।’

টুর্নামেন্টের উদ্বোধনকে সামনে রেখে দোহায় এক সংবাদ সম্মেলনে ইনফান্তিনো কাতারের সামলোচনাকারীদের উদ্দেশ্যে কটু বাক্য ব্যবহার করেন তিনি।

ফিফা সভাপতি বলেন, একতরফা এমন নৈতিকতার শিক্ষা এক ধরনের ভন্ডামি। আমি আপনাকে জীবনের কোন শিক্ষা দিতে চাই না। তবে এখানে যা হচ্ছে তা খুবই অন্যায়।

সুুইজারল্যান্ডের ইনফান্তিনো বলেন, অন্যকে নৈতিক শিক্ষা দেওয়ার আগে আমরা ইউরোপীয়রা বিগত ৩ হাজার বছর ধরে যা করে আসছি তার জন্য আমাদের পরবর্তী ৩ হাজার বছর ক্ষমা চাওয়া উচিৎ।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

ইতিহাসের সেরা বিশ্বকাপ উপহার দিতে প্রস্তুত কাতার

ইতিহাসের সেরা বিশ্বকাপ উপহার দিতে প্রস্তুত কাতার

যুদ্ধবিমান পাহারায় কাতারে পোল্যান্ড দল

যুদ্ধবিমান পাহারায় কাতারে পোল্যান্ড দল

মেসিকে বলেছি ‘আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতবে ব্রাজিল’: নেইমার

মেসিকে বলেছি ‘আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতবে ব্রাজিল’: নেইমার

কাতারে স্টেডিয়াম এলাকায় বিয়ার নিষিদ্ধ করলো ফিফা

কাতারে স্টেডিয়াম এলাকায় বিয়ার নিষিদ্ধ করলো ফিফা