যুদ্ধবিমানের পাহারায় ফিফা বিশ্বকাপ ফুটবল খেলতে কাতার পৌঁছেছে পোল্যান্ড দল। কাতারের উদ্দেশে রওনা হওয়া পোল্যান্ড ফুটবল দলকে বহনকারী বিমানকে পাহারা দিয়ে নিয়ে যায় দু’টি এফ-১৬ ফাইটার জেট।
আকাশে নিরাপত্তা দিয়ে পোল্যান্ড দলের বিমান ও দু’টি এফ-১৬ ফাইটার জেটের চলতে থাকা দৃশ্য ভিডিও-ও করা হয়েছে। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটারে পোস্ট করেছে পোল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণেই এমন সতর্ক ব্যবস্থা নেওয়া হয়েছে। গত মঙ্গলবার রাতে প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র হামলায় পোল্যান্ডে দুই নাগরিক মারা যান। ওই ঘটনার পর জাতীয় ফুটবল দলকে নিয়ে কোনো প্রকার ঝুঁকি নিতে চায়নি দেশটির সরকার।
টুইটারের পোস্ট করা ভিডিও-এর ক্যাপশনে পোল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন লিখে, “বিশ্বকাপ ফুটবলে অংশ নিতে জাতীয় দলকে কাতারে পথে পোল্যান্ডের দক্ষিণ সীমান্ত পর্যন্ত এফ-১৬ যুদ্ধবিমানের পাহারা দিয়ে নেওয়া হচ্ছে।”
২২ নভেম্বর (মঙ্গলবার) গ্রুপ-সি’তে মেক্সিকোর মুখোমুখি হবে পোল্যান্ড। একই গ্রুপের অন্য দুই দল হলো- আর্জেন্টিনা এবং সৌদি আরব। পোলেন্ড মাঠে নামার আগে রোববার (২০ নভেম্বর) শুরু হচ্ছে কাতার ফুটবল বিশ্বকাপ।
স্পোর্টসমেইল২৪/আরএস