ক্রিস্টিয়ানো রোনালদোর বিস্ফোরক মন্তব্যের ‘উপযুক্ত পদক্ষেপ’ নিবে বলে জানিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড। শুক্রবার (১৮ নভেম্বর) ক্লাবের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এর ফলে ওল্ড ট্রাফোর্ডে রোনালদোর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়লো।
টক টিভিতে দেওয়া ৯০ মিনিটের এক সাক্ষাৎকারে পাঁচবারের ব্যালন ডি অঁর খেতাব জয়ী রোনালদো বলেছেন, ইউনাইটেডের কোচ এরিক টেন হাগের প্রতি তার কোন সম্মানবোধ নেই। এ সময় ক্লাবের মালিক পক্ষ গ্লাজের পরিবারের দিকেও সমালোচনার আঙুল তোলেন রোনালদো।
রোনালদোর এমন কথায় চটেছে ক্লাব। বিজ্ঞপ্তিতে ক্লাবটি জানিয়েছে, ক্রিস্টিয়ানো রোনালদোর সাম্প্রতিক সাক্ষাৎকারের জেরে আজ (শুক্রবার) সকালে পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রক্রিয়াটি শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে আর কোনো কিছু জানানো হবে না।
অক্টোবর টটেনহ্যামের বিপক্ষে বদলী হিসেবে খেলতে রাজি না হওয়ায় চেলসির বিপক্ষে রোনালদোকে মাঠে নামানো হয়নি। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। মিডিয়া ব্যক্তিত্ব পিয়ার্স মর্গানকে দেওয়া সাক্ষাৎকারে ৩৭ বছর বয়সি পর্তুগাল তারকা অভিযোগ করেছেন, টেন হাগের প্রতিক্রিয়াকে তিনি ‘উস্কানী’ মনে করেন।
রোনালদো বলেন, “আমার মনে হয় তিনি উদ্দেশ্যমূলকভাবে এটি করছেন। এতে আমি উত্তেজনা বোধ করছি। আমার প্রতি তার কোনো সম্মানবোধ নেই, তাই আমিও তাকে কোনো সম্মান করি না।”
স্পোর্টসমেইল২৪/আরএস