বিশ্বকাপ শুরুর মাত্র দুই দিন আগেই পূর্বের সিদ্ধান্ত থেকে ঘুরে দাঁড়ালো আয়োজক দেশ কাতার ও বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা -ফিফা। শুক্রবার (১৮ নভেম্বর) বিশ্বকাপের আটটি স্টেডিয়ামে আশেপাশে বিয়ার কেনাবেচা নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।
বিশ্বকাপের আয়োজক দেশ কাতারের সঙ্গে ‘আলোচনার’ পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ফিফা। কারণ, এটি একটি ইসলামী রাষ্ট্র, যেখানে এমনিতেই অ্যালকোহল গ্রহণের উপর কঠোর বিধি-নিষেধ রয়েছে।
আকষ্মিক এমন সিদ্ধান্ত গ্রহণের কোনো কারণ জানায়নি ফিফা। সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুধুমাত্র ফ্যান জোনে অ্যালকোহল পাওয়া যাবে উল্লেখ করা হয়েছে। ফিফা বলেছে, “কাতার বিশ্বকাপে স্টেডিয়ামের চারদিক থেকে বিয়ার বিক্রয়ের পয়েন্টগুলো সরিয়ে নেওয়া হবে।”
রোববার (২০ নভেম্বর) স্বাগতিক কাতার বনাম ইকুয়েডরের মধ্যকার উদ্বোধনী ম্যাচ উপলক্ষে ইতিমধ্যে স্টেডিয়ামগুলোর চারদিকে কয়েক ডজন বিয়ার বিক্রির স্টল বসানো হয়েছিল। ২৯ দিনব্যাপী এ টুর্নামেন্ট উপলক্ষে এক মিলিয়নেরও বেশি লোক কাতার ভ্রমণ করবে বলে ধারণা করছে আয়োজকরা।
অপরদিকে, এবি ইনবেভের মালিকানাধীন বাডওয়াইজারের সঙ্গে ফিফার রয়েছে দীর্ঘ মেয়াদি চুক্তি। বিজ্ঞপ্তিতে বলা হয়, “এবি ইনবেভ বিষয়টি অনুধাবন করে কাতার বিশ্বকাপ চলাকালে সহায়তা করায় তাদের প্রশংসা করছে টুর্নামেন্টের আয়োজকরা।’
স্টেডিয়ামের চারদিকে বিয়ার নিষিদ্ধ করা হলেও ভিআইপি সুইটগুলোতে পর্যাপ্ত বিয়ার পাওয়া যাবে। যেগুলো বিক্রি করবে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এছাড়া দোহায় অবস্থিত ফিফার ফ্যান জোন, কিছু প্রাইভেট ফ্যান জোন এবং ৩৫টি হোটেল ও রেস্টুরেন্টে বিয়ার পাওয়া যাবে।
স্পোর্টসমেইল২৪/আরএস