রেফারির প্রতি অশ্রদ্ধা দেখানোর দায়ে লা লিগায় তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছে বার্সেলোনা স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কি। বিশ্বকাপের পর স্প্যানিশ ঘরোয়া লিগ পুনরায় শুরু হওয়ার পর লেভাকে এ শাস্তি ভোগ করতে হবে।
গত ৮ নভেম্বর ওসাসুনার বিপক্ষে দুটি হলুদ কার্ড দেখে মাঠের বাইরে চলে গিয়েছিলেন পোলিশ এই স্ট্রাইকার। মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সময় যে ধরনের অঙ্গভঙ্গি করেছিলেন তা রেফারি জেসুস গিল মানজানোর প্রতি অশ্রদ্ধার সামিল।
স্প্যানিশ এফএ এ সম্পর্কে এক বিবৃতিতে বলেছে, লিভানডোভস্কি লাল কার্ডের জন্য এমনিতেই এক ম্যাচ নিষিদ্ধ হতেন, তার সাথে অতিরিক্ত আরও দুই ম্যাচ যোগ হয়েছে।
এখন পর্যন্ত লিগে সর্বোচ্চ ১৩ গোল করেছেন লিভানডোভস্কি। নিষেধাজ্ঞার কারণে বার্সেলোনার হয়ে তিনি এস্পানিয়ল, অ্যাথলেটিকো মাদ্রিদ ও গেতাফের বিপক্ষে খেলতে পারবেন না।
গত মৌসুমে বায়ার্ন মিউনিখের হয়ে ইউরোপের সর্বোচ্চ গোলদাতা হিসেবে গোল্ডেন বুট পুরস্কার পাওয়া লিভানডোভস্কি বলেছেন, “বিষয়টা সত্যিই হাস্যকর। কারণ, আমি যা করেছি সেটা জাভিকে উদ্দেশ্যে করে, রেফারিকে নয়।”
তিনি আরও বলেন, “আমরা এ বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেছি। কারণ, আমাদের মনে হচ্ছিল হলুদ কার্ড আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে দেখা দিতে পারে। সেটাই হয়েছে। এটা সম্পূর্ণ আমার দোষ। ম্যাচে দুটি হলুদ কার্ড পাওয়া উচিৎ হয়নি। কিন্তু মাঠ থেকে বেরিয়ে আসার সময় যা হয়েছে সেটা জাভির জন্য করেছিলাম।”
এ নিষেধাজ্ঞার বিপক্ষে বার্সেলোনা হয়তোবা আপিল করবে। দলের অভিজ্ঞ ডিফেন্ডার জেরার্ড পিকেও রেফারিকে অপমান করায় চার ম্যাচ নিষিদ্ধ হয়েছে। যদিও ফুটবল থেকে অবসর নেওয়ায় পিকের এ নিষেধাজ্ঞা কার্যকর হবে না।
ওসাসুনার বিপক্ষে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। এ জয়ে ১৪ ম্যাচ শেষে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের থেকে দুই পয়েন্ট এগিয়ে বিশ্বকাপ বিরতিতে গেছে কাতালান জায়ান্টরা।
স্পোর্টসমেইল২৪/আরএস