২০১৮ বিশ্বকাপের রানারআপ দলের নেতৃত্ব দেওয়া লুকা মড্রিচের উপর আস্থা রাখলো ক্রোয়েশিয়ার কোচ জ্লাটকো ডালিচ। কাতার বিশ্বকাপে লুকা মড্রিচের নেতৃত্বে ২৬ জনের স্কোয়াড ঘোষণা করা হয়েছে।
চার বছর আগে ক্রোয়েশিয়াকে বিশ্বকাপের ফাইনালে পৌঁছে দিয়েছিলেন ডালিচ। ফাইনালে ফ্রান্সের কাছে হেরে যায় তারা। তারপরও ৩৯ লাখ জনসংখ্যার দেশটির জন্য এটি ছিল ঐতিহাসিক এক অর্জন।
স্কোয়াড ঘোষণার সময় ডালিচ বলেন, “আমরা একটি বিষয়ে আশাবাদী হলেও বাস্তবতা মানতে হবে। ধাপে ধাপে আমরা এগিয়ে যেতে চাই। নেশন্স লিগের পর আমরা বেশ আত্মবিশ্বাসী।”
গত সেপ্টেম্বর নেশন্স লিগের শেষ চারের আসন নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া। ৫৬ বছর বয়সি কোচ আরও বলেন, “আমাদের উপর কোন চাপ নেই, নেই কোন উচ্ছাস। প্রথম ম্যাচটি হবে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা ভাবছি গ্রুপের প্রথম ম্যাচটি কিভাবে পার হওয়া যায়।”
২৩ নভেম্বর এফ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর মোকাবেলা করবে ক্রোয়েশিয়া। এরপর গ্রুপ ম্যাচে তাদের লড়তে হবে যথাক্রমে কানাডা ও বেলজিয়ামের বিপক্ষে। ৩৭ বছর বয়সি মড্রিচ অবশ্য কিছুদিন আগে জানিয়েছেন, কাতার বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেবেন তিনি।
ক্রোয়েশিয়ার বিশ্বকাপ স্কোয়াড
গোলরক্ষক: ডমিনিক লিভাকোভিচ, ইভিকা ইভুসিক, ইভো গ্রবিক
ডিফেন্ডার: ডোমাগোজ ভিদা, ডেজান লোভরেন, বোর্না বারিসিক, জোসিপ জুরানোভিক, জোসকো গ্যাভারদিওল, বোর্না সোসা, জোসিপ স্ট্যানিসিক, মার্টিন এরলিক, জোসিপ সুতালো
মিডফিল্ডার: লুকা মড্রিচ, মাত্তেও কোভাচিচ, মার্সেলো ব্রোজোভিচ, মারিও প্যাসালিক, নিকোলা ভøাসিক, লোভরো মেজার, ক্রিস্টিজান জ্যাকিক, লুকা সুসিক
ফরোয়ার্ড: ইভান পেরিসিক, আন্দ্রেজ ক্রামরিক, ব্রুনো পেটকোভিচ, মিসলাভ ওরসিক, আন্তে বুদিমির, মার্কো লিভাজা।
স্পোর্টসমেইল২৪/আরএস