রাশিয়া ২০১৮ ফুটবল বিশ্বকাপের ফাইনালে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) সভাপতি থমাস বাখ। সংগঠনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
রোববার মস্কোর লুজনিকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। এতে প্রতিদ্বন্দ্বিতা করবে ফ্রান্স ও ক্রোয়েশিয়া। ঐতিহ্যগত ভাবেই বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখার জন্য ফিফার পক্ষ থেকে আইওসি সভাপতিকে আমন্ত্রণ জনানো হয়। চার বছর আগে ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালেও উপস্থিত ছিলেন আইওসি সভাপতি বাখ।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখার জন্য মাঠে উপস্থিত থাকার পরিকল্পনা রয়েছে বলে এর আগে জানিয়েছিলেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। রাশিয়ায় প্রথমবারের মত আয়োজিত বিশ্বকাপ ফুটবলের উদ্ধোধনী অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়েছিল লুজনিকি স্টেডিয়ামে।
১৪ জুন জমকালো অনুষ্ঠানমালার মধ্য দিয়ে পর্দা ওঠে ‘গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’ খ্যাত এ টুর্নামেন্টের। দেশটির ১১টি ভেন্যুতে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের খেলাগুলো। এবার আবরও চার বছরের জন্য পর্দা নামছে ফিফা বিশ্বকাপের।