কাতার বিশ্বকাপ শুরুর মাত্র ১৬ দিন আগে ছিটকে গেলেন জার্মানি স্ট্রাইকার টিমো ভেরনার। অ্যাঙ্কেলের চোটে পড়েছেন লাইপজিগের এই খেলোয়াড়, এতেই বিশ্বকাপ খেলার স্বপ্ন ভেঙ্গে যায় টিমো ভেরনারের।
চ্যাম্পিয়ন্স লিগে গত বুধবার শাখতার দেনেৎস্কের বিপক্ষে লাইপজিগের ৪-০ গোলে জেতা ম্যাচের শুরুর একাদশে ছিলেন ভেরনার। বিরতির পর আর মাঠে নামেননি তিনি।
ক্লাবের ওয়েবসাইটে বিবৃতি দিয়ে বৃহস্পতিবার ভেরনারের চোটের বিষয়টি জানায় বুন্ডেসলিগার ক্লাবটি। চলতি বছর আর মাঠে ফেরার সম্ভাবনা নেই ২৬ বছর বয়সী এই ফুটবলারের।
ভেরনারের অনুপস্থিতি জার্মানির আক্রমণের ধার অনেকটাই কমিয়ে দেবে। হান্স ফ্লিকের দলে মূল স্ট্রাইকার হিসেবে নিয়মিত খেলছিলেন তিনি। সবশেষ ছিলেন এবারের উয়েফা নেশন্স লিগের গত সেপ্টেম্বরের গ্রুপের ম্যাচগুলোর দলেও।
জাতীয় দলে ২০১৭ সালে অভিষেকের পর থেকে এ পর্যন্ত ৫৫ ম্যাচে ভেরনার গোল করেছেন ২৪টি।
২০১৮ বিশ্বকাপ ও ইউরো ২০২০-এ জার্মানি দলের সদস্য ছিলেন ভেরনার।
আসছে বিশ্বকাপে 'ই' গ্রুপে আছে জার্মানি। এই গ্রুপের অন্য তিন দল স্পেন, কোষ্টা রিকা ও জাপান।
আগামী ২৩ নভেম্বর জাপানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।
স্পোর্টসমেইল২৪/আরআইএম