আন্তর্জাতিক ফুটবলকে চার বছর আগে বিদায় জানিয়েছিলেন স্প্যানিশ ফুটবলার জেরার্ড পিকে। এবার ক্লাব ফুটবল থেকেও আচমকা বিদায় বলে দিলে ৩৫ বছর বয়সী পিকে। জানিয়ে দিলেন, বুটজোড়া তুলে রাখছেন তিনি।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় পিকে এ ঘোষণা দেন। বলেন, “আমি সব সময় বলেছি, বার্সেলোরার পর আর কোনো দল আমার ক্যারিয়ারে থাকবে না এবং সেটাই হবে।”
অবসর ঘোষণায় পিকে আরও বলেন, “ফুটবল আমাকে সবকিছু দিয়েছে। বার্সেলোনা আমাকে সবকিছু দিয়েছে। ভক্তরা আমাকে সবকিছু দিয়েছে। এখন যেহেতু সেই শিশুটির সব স্বপ্নপূরণ হয়েছে। এখন আমি সবাইকে বলতে চাই, এ যাত্রা এখনই শেষ করার সিদ্ধান্ত নিয়েছি।”
মাঠের খেলা থেকে বিদায় নিলেও ফুটবলেই থাকবেন বলে ইঙ্গিত দিয়েছেন পিকে। বলেন, “আপনারা আমার সম্পর্কে জানেন। আমি শিগগিরই বা পরে কখনও আবার ফিরে আসবো, বার্সেলোনা দীর্ঘজীবী হোক।”
আন্তর্জাতিক ফুটবলকে চার বছর আগে বিদায় জানিয়েছিলেন স্প্যানিশ ফুটবলার জেরার্ড পিকে। এবার ক্লাব ফুটবল থেকেও আচমকা বিদায় বলে দিলে ৩৫ বছর বয়সী পিকে। জানিয়ে দিলেন, বুটজোড়া তুলে রাখছেন তিনি।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় পিকে এ ঘোষণা দেন। বলেন, “আমি সব সময় বলেছি, বার্সেলোরার পর আর কোনো দল আমার ক্যারিয়ারে থাকবে না এবং সেটাই হবে।”
অবসর ঘোষণায় পিকে আরও বলেন, “ফুটবল আমাকে সবকিছু দিয়েছে। বার্সেলোনা আমাকে সবকিছু দিয়েছে। ভক্তরা আমাকে সবকিছু দিয়েছে। এখন যেহেতু সেই শিশুটির সব স্বপ্নপূরণ হয়েছে। এখন আমি সবাইকে বলতে চাই, এ যাত্রা এখনই শেষ করার সিদ্ধান্ত নিয়েছি।”
মাঠের খেলা থেকে বিদায় নিলেও ফুটবলেই থাকবেন বলে ইঙ্গিত দিয়েছেন পিকে। বলেন, “আপনারা আমার সম্পর্কে জানেন। আমি শিগগিরই বা পরে কখনও আবার ফিরে আসবো, বার্সেলোনা দীর্ঘজীবী হোক।”
Culers, us he de dir una cosa. pic.twitter.com/k3V919pm1T
— Gerard Piqué (@3gerardpique) November 3, 2022
বার্সেলোনার একাডেমিতে বেড়ে ওঠা পিকে ২০০৪ সালে যোগ দিয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডে। ওল্ড ট্র্যাফোর্ডে চার বছরের ক্যারিয়ারে চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ ও কমিউনিটি শিল্ড জয়ের স্বাদ পেয়েছেন পিকে। পরে ২০০৮ সালে আবারও ফিরেন ন্যূ কাম্পে।
বার্সেলোনার হয়ে প্রায় দেড় দশকে ৬১৫ ম্যাচ খেলেছেন পিকে। যেখানে গোল করেছেন ৫২টি। এছাড়া তিনটি চ্যাম্পিয়ন্স লিগ, ৮টি লা লিগা, ৭টি কোপা দেল রে-সহ মোট ৩০টি শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন স্প্যানিশ এ ফুটবলার।
২০১৮ সালে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিয়েছিলেন তিনি। এর আগে নিজে দেশের হয়ে ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছেন তিনি। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে গেলেও কাতার বিশ্বকাপে জাতীয় দলে দেখতে চেয়েছিলেন কোচ লুইস এনরিকে। তবে এবার তিনি ফুটবলকেই বিদায় বলে দিলেন।
সম্পতি পপসম্রাজ্ঞী শাকিরা সাথেও তার ১২ বছরের সম্পর্কের ইতি টানতে হয়েছে। বিয়ে না করেও বার্সেলোনার স্প্যানিশ তারকা জেরার্ড পিকের সাথে কাটানো ১২ বছরের সম্পর্কের ইতি টানেন পপসম্রাজ্ঞী শাকিরা।
জেরার্ড পিকের পরকীয়া কাণ্ডে ধরা পড়ার পর বিষয়টি মেনে নিতে পারেননি শাকিরা। ফলে বিচ্ছেদের দিকে এগিয়ে যান তারা। আনুষ্ঠানিক যৌথ বিবৃতি দিয়ে জানিয়ে দেন বিচ্ছেদের খবর।
বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমে খোলামেলা কথা না বললেও পিকের ক্যারিয়ারে যে একটা দাগ কেটেছে তা বিশ্বগণমাধ্যমে বেশ ভালোভাবে বলা হচ্ছে। যা ফলস্রুতিতেই পিকের এমন অবসর ঘোষণা আসতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
স্পোর্টসমেইল২৪/আরএস