বিশ্বকাপ স্বপ্ন শেষ ফ্রান্স ডিফেন্ডার কিম্পেম্বের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২৫ এএম, ০২ নভেম্বর ২০২২
বিশ্বকাপ স্বপ্ন শেষ ফ্রান্স ডিফেন্ডার কিম্পেম্বের

কাতার বিশ্বকাপের সময় যত ঘনিয়ে আসছে, ফ্রান্সের চোট পাওয়া খেলোয়াড়দের তালিকা তত লম্বা হচ্ছে। এবার ছিটকে গেছেন পিএসজির ডিফেন্ডার প্রেসনেল কিম্পেম্বে।

প্যারিসের ক্লাবটি মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, কিম্পেম্বে ডান ‘অ্যাকিলিস টেন্ডনে’ অস্বস্তি অনুভব করছেন ও অনুশীলন কেন্দ্রে তার চিকিৎসা চলবে।তবে ২৭ বছর বয়সী এই ফুটবলারের মাঠে ফিরতে কতদিন লাগতে পারে, তা জানানো হয়নি ক্লাবের পক্ষ থেকে।

ঊরুর চোটে এই মৌসুমে এরই মধ্যে সাত সপ্তাহ মাঠের বাইরে থাকতে হয়েছে কিম্পেম্বেকে। গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে ম্যাকাবি খাইফার বিপক্ষে পিএসজির ৭-২ গোলে জয়ের ম্যাচ দিয়ে মাঠে ফেরেন এই সেন্টার-ব্যাক। কিন্তু সপ্তাহ ঘুরতেই আবার ছিটকে গেলেন তিনি।
তার চোট স্বাভাবিকভাবে ফ্রান্স কোচ দিদিয়ে দেশমের কপালে ভাঁজ ফেলবে। চোটে এরই মধ্যে বিশ্বকাপে খেলার আশা শেষ হয়ে গেছে দুই মিডফিল্ডার পল পগবা ও এনগোলো কঁতের।

এছাড়া অভিজ্ঞ সেন্টার-ব্যাক রাফায়েল ভারানে বাইরে আছেন ঊরুর চোটে। ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে বিশ্বকাপের আগে তার মাঠে ফেরার সম্ভাবনা নেই। বৈশ্বিক আসরেও খেলা নিয়ে রয়েছে সংশয়।

আগামী ২৩ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে ফ্রান্স। ‘ডি’ গ্রুপের বাকি দুই দল ডেনমার্ক ও তিউনিসিয়া।

বিশ্বকাপের জন্য দলগুলির চূড়ান্ত স্কোয়াড জমা দেওয়ার শেষ তারিখ আগামী ১৪ নভেম্বর।

স্পোর্টসমেইল২৪/আরআইএম



শেয়ার করুন :


আরও পড়ুন

অপ্রতিরোধ্য বায়ার্নের ছয়ে ছয়

অপ্রতিরোধ্য বায়ার্নের ছয়ে ছয়

জয় দিয়ে চ্যাম্পিয়ানস লীগ শেষ করলো বার্সেলোনা

জয় দিয়ে চ্যাম্পিয়ানস লীগ শেষ করলো বার্সেলোনা

উড়তে থাকা নেপোলিকে থামালো লিভারপুল

উড়তে থাকা নেপোলিকে থামালো লিভারপুল

ইনজুরির মিছিলে আর্জেন্টিনা দল

ইনজুরির মিছিলে আর্জেন্টিনা দল