জয় দিয়ে চ্যাম্পিয়ানস লীগ শেষ করলো বার্সেলোনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৫১ এএম, ০২ নভেম্বর ২০২২
জয় দিয়ে চ্যাম্পিয়ানস লীগ শেষ করলো বার্সেলোনা

কিছুই হারানোর ছিল না বার্সেলোনার। ভিক্টোরিয়া প্লজেনের মাঠে ফল যাই হোক না কেন, ইউরোপা লিগে খেলা ছিল নিশ্চিত। কিন্তু লড়াইটা ছিল মর্যাদার, যা কেড়ে নিতে পারেনি তাদের প্রতিপক্ষ। প্লজেনকে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ শেষ করলো বার্সা।

‘সি’ গ্রুপের অন্য ম্যাচে ঘরের মাঠে ইন্টার মিলানকে ২-০ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। ছয় ম্যাচের সবগুলো জিতে ১৮ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করলো জার্মানরা। বেঞ্জামিন পাভার্ড ও এরিক ম্যাক্সিম চোপু-মোটিংয়ের গোলে শতভাগ সাফল্য নিয়ে নকআউটে খেলবে তারা। ১০ পয়েন্ট নিয়ে ইন্টার তাদের সঙ্গে পরের ধাপে। মাত্র দুটি জয় ও এক ড্রয়ে বার্সা ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্বে থামলো।

প্লজেনের মাঠে বার্সা পোল্যান্ড স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কিকে ছাড়া খেলতে নামে। ষষ্ঠ মিনিটে তারা এগিয়ে যায় ডিফেন্ডার মার্কো আলোনসোর গোলে। অতিথিরা বিরতির আগে ব্যবধান দ্বিগুণ করে ফেরান তোরেসের গোলে। শুরুতে গোল না দিলেও ভিএআর রিভিউয়ে সিদ্ধান্ত বদলায়।

চেক চ্যাম্পিয়নরা ব্যবধান কমায় দ্বিতীয়ার্ধে। ৫১ মিনিটের পেনাল্টি থেকে গোল করেন থোমাস চোরি। তিন মিনিট পর নিজের দ্বিতীয় গোল করেন তোরেস। প্লজেন ৬৩ মিনিটে চোরির হেডে ব্যবধান এক গোলে নামালে ম্যাচে উত্তেজনা ফেরে।

তবে ব্যবধান আবার দুই গোলে বাড়ায় বার্সা। অভিষেক ম্যাচ স্মরণীয় করে রাখেন পাবলো তোরে। ৭৫ মিনিটে গোল করেন তিনি।

স্পোর্টসমেইল২৪/আরআইএম



শেয়ার করুন :


আরও পড়ুন

রোনালদোর রেকর্ড ভেঙে চুরমার করলেন মেসি

রোনালদোর রেকর্ড ভেঙে চুরমার করলেন মেসি

‘এমএনএম’ নৈপুণ্যে পিএসজি জয়

‘এমএনএম’ নৈপুণ্যে পিএসজি জয়

ডি-ব্রুইনের দুর্দান্ত ফ্রি কিক গোলে শীর্ষে ম্যানসিটি

ডি-ব্রুইনের দুর্দান্ত ফ্রি কিক গোলে শীর্ষে ম্যানসিটি

মার্টিনেজের মাথায় চোট, দুশ্চিন্তায় আর্জেন্টিনা

মার্টিনেজের মাথায় চোট, দুশ্চিন্তায় আর্জেন্টিনা