‘বিতর্কিত পেনাল্টি’, রেফারিকে ধুয়ে দিলেন রিয়াল কোচ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:১৯ পিএম, ৩১ অক্টোবর ২০২২
‘বিতর্কিত পেনাল্টি’, রেফারিকে ধুয়ে দিলেন রিয়াল কোচ

চ্যাম্পিয়নস লিগে গত সপ্তাহে আরবি লাইপজিগের কাছে রিয়াল মাদ্রিদের হার ছিল এই মৌসুমের প্রথম হার। জিরোনার বিপক্ষে সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগায় তারা করলো ১-১ গোলের ড্র। পুরো তিন পয়েন্ট না পাওয়ার পেছনে ‘আবিষ্কৃত’ পেনাল্টিকে দায়ী করলেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি।

৭০তম মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ১০ মিনিট পর বক্সের মধ্যে মার্কো আসেনসিওর হ্যান্ডবলে পেনাল্টি থেকে ক্রিস্টিয়ান স্টুয়ানির গোলে সমতা ফিরে জিরোনা।

রদ্রিগো শেষ দিকে গোল করেছিলেন, কিন্তু গোলকিপার পাউলো গাজ্জানিগাকে ফাউল করায় তা বাতিল হয়। এতে পয়েন্ট হারিয়ে বার্সাকে পেছনে ফেলে শীর্ষে ফিরতে পারলো না রিয়াল, পয়েন্ট ব্যবধান এক।

ভিএআরে আসেনসিওর হ্যান্ডবল দেওয়া হলেও এই সিদ্ধান্ত নিয়ে দ্বিমত রিয়াল কোচ কার্লো আনচেলত্তি, ‘আমি এসব নিয়ে কথা বলতে পছন্দ করি না, কিন্তু আজ বলবো।’ পেনাল্টি ও বাতিল হওয়া গোল নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে আরও বলেন, ‘প্রথম পরিস্থিতি বেশ পরিষ্কার। (আসেনসিও) তার হাত দিয়ে বল স্পর্শ করেনি। আমি তার সঙ্গে কথা বলেছিলাম, সে তার বুক দিয়ে স্পর্শ করেছিল।’

একে ‘আবিষ্কৃত’ পেনাল্টি আখ্যা দিলেন ইতালিয়ান কোচ, ‘তার বাঁ হাত ছিল অদ্ভুত অবস্থায়, যদি সে বলে তার হাত লাগাতো, তাহলে সন্দেহ থাকতো। কিন্তু সে করেনি। তারা এটা আবিষ্কার করেছে। দ্বিতীয়টি (বাতিল গোল) তো আরও অনেক বিতর্কিত। (গাজ্জানিগা) পুরোপুরি নিয়ন্ত্রণ ছিল না (বলে)। এটা নিয়ে আপনার মতামত থাকতে পারে, গোল দিতে পারেন আবার নাও পারেন। সবচেয়ে বেশি বিস্মিত করেছে যেটা, সেটা হলো পেনাল্টি।’

গোলকিপার থিবো কোর্তোয়াও বললেন একই কথা, ‘মার্কো আমাকে বলেছে তার বুকে লাগার পর বল হাতে লেগেছিল। তাত্ত্বিকভাবে, আমি মনে করি কোথাও লেগে তারপর হাতে লাগলে হ্যান্ডবল নয়। আমি মনে করি না এটা চ্যাম্পিয়নস লিগে দেওয়া হতো। আজ তারা সিদ্ধান্ত নিলো এটা ছিল হ্যান্ডবল। একেবারেই অদ্ভুত। কোনও সময় এটা হ্যান্ডবল, কোনও সময় না।’

স্পোর্টসমেইল২৪/আরআইএম



শেয়ার করুন :


আরও পড়ুন

‘এমএনএম’ নৈপুণ্যে পিএসজি জয়

‘এমএনএম’ নৈপুণ্যে পিএসজি জয়

শেষ মুহূর্তের গোলে জয়ে ফিরলো বার্সেলোনা

শেষ মুহূর্তের গোলে জয়ে ফিরলো বার্সেলোনা

মার্টিনেজের মাথায় চোট, দুশ্চিন্তায় আর্জেন্টিনা

মার্টিনেজের মাথায় চোট, দুশ্চিন্তায় আর্জেন্টিনা

নটিংহ্যামকে গোল বন্যায় ভাসিয়ে শীর্ষে আর্সেনাল

নটিংহ্যামকে গোল বন্যায় ভাসিয়ে শীর্ষে আর্সেনাল