ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার রাতে বড় জয় পেয়েছে আর্সেনাল। তারা ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে নটিংহ্যাম ফরেস্টকে। এমন জয়ে জোড়া গোল করেছেন রেইস নেলসন। একটি করে গোল করেছেন গ্যাব্রিয়েল মার্টিনেলি, থমাস পার্টে ও মার্টিন ওডিগার্ড।
এই জয়ে ম্যানচেস্টার সিটিকে পেছনে ফেলে আবার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে গানাররা। ১২ ম্যাচ থেকে আর্তেতার শিষ্যদের সংগ্রহ ৩১ পয়েন্ট। সমান ম্যাচ থেকে ২৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি।
এদিন ঘরের মাঠ এমিরেটসে ম্যাচের ৫ মিনিটেই এগিয়ে যায় আর্সেনাল। এ সময় বুকায়ো সাকার ক্রসে হেড দিয়ে বল জালে জড়ান ব্রাজিলিয়ান তারকা গ্যাব্রিয়েল মার্টিনেলি। ম্যাচের ২৪ তম মিনিটে বা পায়ে চোট পান বুকায়ো সাকা, তার পরিবর্তে মাঠে নামেন তরুন মিডফিল্ডার নেলসন। প্রথমার্ধে অবশ্য আর কোনো গোল পায়নি গানাররা।
বিরতির পর চারটি গোল করে গানাররা। তার মধ্যে মাত্র দুই মিনিটের ব্যবধানে দুটি গোল করেন বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামা নেলসন। ৪৯ মিনিটে বক্সের মধ্য থেকে ডান পায়ের শটে বল জালে জড়ান নেলসন। ৫২ মিনিটে গ্যাব্রিয়েল জেসুসের বাড়িয়ে দেওয়া বল থেকে গোল করে নিজের জোড়া গোল পূর্ণ করেন তিনি। তাতে আর্সেনাল এগিয়ে যায় ৩-০ ব্যবধানে।
৫৭ মিনিটে ব্যবধান ৪-০ করে ফেলেন থমাস পার্টে। এসময় নেলসনের বাড়িয়ে দেওয়া বল পেয়ে বক্সের বাইরে থেকে শট নিয়ে জালে জড়ান ঘানাইয়ান এই মিডফিল্ডার। ৭৮ মিনিটে ওডিগার্ড গোল পেলে ৫-০ ব্যবধানের জয় নিশ্চিত হয়। তাকে গোলে সহায়তা করেন গ্যাব্রিয়েল জেসুস।
আগামী রোববার (৬ নভেম্বর) হাইভোল্টেজ ম্যাচে চেলসির মুখোমুখি হবে আর্সেনাল।
স্পোর্টসমেইল২৪/আরআইএম