এই মৌসুমে বাজে সময় কাটছেই না লিভারপুলের। একের পর এক ম্যাচে হেরেই যাচ্ছে লিভারপুল। এবার লিগের ১৭ তম দল লিডসের বিপক্ষে হেরে খাদের কিনারায় চলে গেছে দলটি।
নিজেদের মাঠ এনফিল্ডে জয়ের খোঁজে লিডসের বিপক্ষে খেলতে নামে লিভারপুল। ইনজুরি কাটিয়ে শুরুর একাদশে মাঠে নামেন মিডফিল্ডার থিয়োগো আলকান্তারা।
ম্যাচের শুরুতেই গোল খেয়ে বসে অলরেডরা। ম্যাচ শুরুর ৪ মিনিটেই স্প্যানিশ স্ট্রাইকার রদ্রিগোর গোলে এগিয়ে যায় লিডস। গোল খেয়ে আক্রমণাত্মক হয়ে খেলতে থাকে লিভারপুল।
ম্যাচের ১৪ মিনিটে রবার্টসনের ক্রস থেকে দুর্দান্ত শটে দলকে সমতায় ফেরান মিশরীয় তারকা মোহাম্মাদ সালাহ। ১-১ এ সমতায় থেকে আক্রমণ বাড়াতে থাকে ক্লপ শীর্ষ্যরা।
যদিও একের পর এক আক্রমণ প্রতিহত করেন লিডস গোলরক্ষক মেসলিয়ার। ১-১ ড্র থেকে প্রথমার্ধ শেষ করে দু’দল।
দ্বিতীয়ার্ধে আক্রমণ বজায় রেখে গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে লিভারপুল কিন্তু অন্যদিকে ম্যাচের ৬৪ মিনিটে কাউন্টার এটাকে সামারভিলের দুর্দান্ত শট পোস্টে লাগে।
তবে ম্যাচের অতিরিক্ত সময়ে কাউন্টার এটাক থেকে লিডসের হয়ে জয়সূচক গোলটি করেন সামারভিলে। আর তাতেই লিভারপুলের হার নিশ্চিত হয়ে যায়। লিডসের গোলরক্ষক মেসলিয়ার ৯ টি সেভ করে ম্যাচের নায়ক বনে যান।
টানা দুই হারে ১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ৯ম স্থানে রয়েছে লিভারপুল।
সমান সংখ্যক ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় দুই ধাপ এগিয়ে ১৫তম স্থানে আছে লিডস ইউনাইটেড।
স্পোর্টসমেইল২৪/আরআইএম