দরজায় করা নাড়ছে দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত ফিফা ওয়ার্ল্ড কাপ। সময় যত গড়াচ্ছে ততই দুশ্চিন্তা বাড়ছে আর্জেন্টাইন দলে। একের পর এক ইনজুরি হানা দিচ্ছে তাদের দলে। দিবালা, ডি মারিয়ার পর এবার মাথায় গুরুত্বর চোট পেয়েছেন য়ার্জেন্টিনা দলের গোলরক্ষক ইমিলিয়ানো মার্টিনেজ।
শনিবার নিউক্যাসলের বিপক্ষে অ্যাস্টন ভিলার হয়ে খেলতে নামে ইমিলিয়ানো মার্টিনেজ। মার্টিনেজ শুরু থেকে দুর্দান্ত সেভ দিয়ে দলকে ম্যাচে টিকিয়ে রাখে।
তবে ম্যাচের ৩৫ তম মিনিটে এরিয়েল বল সেভ করতে গিয়ে নিউক্যাসেলের স্ট্রাইকার উইলসনের হাঁটুতে লেগে মার্টিনেজের মাথায় মারাত্মক আঘাত পায়। শেষ পর্যন্ত মাঠ ত্যাগ করতে হয় তাকে।
মার্টিনেজের ইনজুরিতে দুশ্চিন্তায় পড়েছে আর্জেন্টিনা, কেননা দলের প্রধান গোলরক্ষক তিনি। এর আগে ২০১৮ সালের বিশ্বকাপেও ইনজুরির কারনে বিশ্বকাপ দল থেকে ছিটকে পড়েছিলেন আর্জেন্টিনার আরেক গোলকিপার রোমেরো। তাই মার্টিনেজের চোট বেশি দুশ্চিন্তায় ফেলেছে আলবেসিলেস্তাদের।
কোপা আমেরিকায় আর্জেন্টিনার দলের হয়ে অন্যতম ভূমিকা রেখেছিলেন গোলরক্ষক মার্টিনেজ। তার অসাধারণ নৈপুণ্য আর্জেন্টিনা শিরোপা খরা কাটিয়ে উঠতে সক্ষম হয়।
শেষ পর্যন্ত মার্টিনেজ বিশ্বকাপ খেলতে পারবে কিনা জানা যাবে মেডিকেল রিপোর্ট হাতে পাওয়ার পর। মেডিকেল রিপোর্ট হাতে না পাওয়া অবধি দুশ্চিন্তার ভাজ এঁটে থাকবে আলবেসিলেস্তাদের।
স্পোর্টসমেইল২৪/আরআইএম