মৌসুমে নিজেকে হারিয়ে খুজছিলেন রোনালদো। প্রিমিয়ার লিগে গোল মাত্র একটি এবং ইউরোপা লিগে করেছেন একটি। শৃঙ্খলাজনিত কারণে চেলসির সঙ্গে কদিন আগে ১-১ গোলে ম্যানচেস্টার ইউনাইটেডের ড্রয়ের ম্যাচে দলে ছিলেন না। সবকিছু ভুলে পর্তুগীজ সুপারস্টার মাঠে ফিরলেন এবং গোল করে দলকে জয় এনে দিলেন।
ইউরোপা লিগে শেরিফ টিরাসপোলের বিপক্ষে ৩-০ গোলে জয়ের দেখা পেয়েছে মানচেস্টার ক্লাব।বৃহস্পতিবার রাতে ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানইউর অন্য দুটি গোল করেন ডিওগো ডালোট ও মার্কাস র্যাশফোর্ড। এরিক টেন হ্যাগের দল ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে নকআউট পর্ব নিশ্চিত করে ফেলেছে এই ইংলিশ ক্লাবটি।
নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে শুরু থেকেই শেরিফের উপর আক্রমণাত্মক হয়ে খেলতে থাকে রেড ডেভিলরা। একের পর এক আক্রমণ রুখে দেন শেরিফ গোলরক্ষকমাকসিম কোভাল। শুরুর ১৩ টি শট প্রতিহত করেন এই গোলরক্ষক। কিছুক্ষণ পড়েই জালে বল জড়ান সিআরসেভেন, কিন্তু আফসাইডের জন্য গোলটি বাতিল করেন লাইসম্যান।
ম্যাচের ৪৪ তম মিনিটে এরিকসনের বারানো বলে জাল খুজে পান ডিফেন্ডার ডিওগো ডালট। পরথমার্ধ ১-০ গোলে শেষ করে ম্যানইউ।
দ্বিতীয়ার্ধের শুরুতে লুক শয়ের বাড়ানো বলে র্যাশফোর্ড হেড করে ব্যবধান দ্বিগুণ করেন। শেরিফের বিপক্ষে তাতে জয় সুনিশ্চিত হয়। কিন্তু রোনালদো তার ফেরা স্মরণীয় করতে মরিয়া ছিলেন। তার হেড ফিরে এলে ফিরতি শটে গোল করেন।
‘ই’ গ্রুপে দ্বিতীয় স্থানে থাকা ইউনাইটেডকে শেষ ষোলোতে ওঠার জন্য চ্যাম্পিয়নস লিগের তৃতীয় কোনও একটি দলের সঙ্গে প্লে অফ খেলতে হবে।
স্পোর্টসমেইল২৪/আরআইএম