উত্তেজনায়পূর্ণ ম্যাচে জুভেন্টাসকে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬ নিশ্চিত করেছে বেনফিকা। অন্যদিকে, এ পরাজয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস।
মঙ্গলবার (২৫ অক্টোবর) দিনগত রাতে ম্যাচের শুরুতেই এন্টোনিও সিলভার ও হুয়াও মারিওর পেনাল্টির পর রাফ সিলভার দুই গোলে বেনফিকা গ্রুপ-এইচ থেকে নক আউট পর্বের টিকিট পেয়েছে। তৃতীয় স্থানে থাকা জুভেন্টাসের থেকে বেনফিকা আট পয়েন্ট এগিয়ে রয়েছে, হাতে রয়েছে গ্রুপ পর্বের আর একটি ম্যাচ।
এবারের মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় রজার শিমিডিটের দল অপরাজিত রয়েছে। আগামী সপ্তাহে তলানির দল মাকাবি হাইফাকে হারাতে পারলে বেনফিকা গ্রুপ পর্বে নিজেদের রেকর্ড ১৪ পয়েন্ট অর্জন করবে।
ইতিমধ্যেই টেবিলের শীর্ষে থাকা পিএসজির সাথে তারা সমান ১১ পয়েন্ট অর্জন করেছে। তুরিনে জুভেন্টাস যদি পিএসজিকে হারাতে পারে তবে বেনফিকার সামনে সুযোগ রয়েছে গ্রুপের শীর্ষ দল হিসেবে পরের রাউন্ডে ওঠার। গত ৯ বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো জুভেন্টাস চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে বিদায় নিলো।
শিমিডিট বলেছেন, “আমরা বল ও বল ছাড়াও দারুণ খেলেছি। জুভেন্টাসের মতো কঠিন একটি দলের বিপক্ষে খেলাটা মোটেই সহজ নয়। কিন্তু আমাদের নিজেদের ওপর আস্থা ছিল এবং আমরা দারুণ ফুটবল খেলেছি।”
জুভেন্টাস লিসবন সফরে যাওয়ার আগে জানতো এ ম্যাচে জয়ের বিকল্প নেই। তিন পয়েন্ট পেলেই কেবল তাদের সামনে শেষ ১৬’র আশা টিকে থাকবে। কিন্তু ২১ মিনিটে মোয়েস কিন দলের পক্ষে সমতা ফেরালেও পুরো ম্যাচে আর ফিরে আসতে পারেনি তুরিনের জায়ান্টরা।
স্পোর্টসমেইল২৪/আরএস