ইতালিয়ান লিগে জয়েরধারা অব্যাহত রেখেছে নেপোলি। হাইভোল্টেজ ম্যাচে রোমার বিপক্ষে শেষ মুহূর্তের গোলে জয় ছিনিয়ে নেয় নেপোলি। এই জয়ে ইতালিয়ান সিরিআ তে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে ইতালিয়ান ক্লাবটি।
রোমার মাঠে ফেভারিট দল হিসেবে খেলতে নামে নেপোলি। আক্রমণ পাল্টা আক্রমণে গড়ানো প্রথমার্ধ গোলশুন্য ড্র থাকে। নেপোলি ৫ টি শট অনটার্গেটে রেখেছিলো অন্যদিকে রোমার কোনো খেলোয়াড় একটি বল অন টার্গেটে রাখার সামর্থ্য রাখেনি।
দ্বিতীয়ার্ধের অন্তিম মুহূর্তে নেপোলির হয়ে জয়সূচক গোল করেন স্ট্রাইকার ভিক্টর অসিমহেন। ৮০ মিনিটে ডি বক্সের ভেতর বল পেয়ে বাকানো শটে জাল খুজে পান নেপোলির এই স্ট্রাইকার।
সম্পুর্ণ ম্যাচে ৬০ ভাগ বল নিজেদের আয়ত্বে রাখে নেপোলি।
এই জয়ে ইতালিয়ান সিরি’আ তে ১১ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে লুচিয়ানো স্পালেত্তির শীর্ষ্যরা। তালিকার দ্বিতীয় স্থানে আছে বর্তমান চ্যাম্পিয়ান এসি মিলান, ২৬ পয়েন্ট নিয়ে শিরোপা দৌড়ে এখনো লড়াই করে যাচ্ছে ইতালিয়ান ক্লাবটি।
সমান সংখ্যক ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে তালিকার ৩য় স্থানে আছে লাজিও এবং গোল ব্যাবধান কম থাকায় ২৪ পয়েন্ট নিয়ে ৪র্থ স্থানে আছে আটল্যান্টা।
অন্যদিকে ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ৫ম স্থানে হোসে মরিনহোর শীর্ষ্যরা।
স্পোর্টসমেইল২৪/আরআইএম