হাল্যান্ডের জোড়া গোলে জয়ে ফিরলো ম্যানসিটি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০৪ পিএম, ২৩ অক্টোবর ২০২২
হাল্যান্ডের জোড়া গোলে জয়ে ফিরলো ম্যানসিটি

শেষ ম্যাচে গোল পাননি আর্লিং হাল্যান্ড আর তাতেই লিভারপুলের কাছে হেরে প্রিমিয়ার লিগে আর্সেনালের সাথে পয়েন্ট ব্যাবধানে পিছিয়ে যায় ম্যানচেস্টার সিটি। তবে গোল করা যার পেশা সে আর কতক্ষন অপেক্ষা করে। ব্রাইটনের বিপক্ষে জোড়া গোল করে ম্যানসিটিকে জয় উপহার দিলেন এই নরওয়েজিয়ান তারকা।

ঘরের মাঠ ইতিহাদে ব্রাইটনের বিপক্ষে ফেভারিট হয়েই মাঠে নামে পেপ গার্দিওয়ালার শীর্ষরা। প্রথমার্ধের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে সিটিজেনরা। ম্যাচের ২২ মিনিটে গোল কিপারের দেওয়া বাড়ানো বলে ক্ষিপ্ত গতিতে দৌড়ে বল জালে জড়ান এই তরুন তারকা আর্লিং হাল্যান্ড।

আক্রমণ ও বল দখলের লড়াইয়ে সিটি ছিলো দুর্দারাইয়। ম্যাচের ৪২ মিনিটে উইঙ্গার বার্নান্দো সিলভাকে ডি-বক্সের মধ্যে ফাউল করায় পেনাল্টি পায় সিটি। স্পট কিক থেকে নিজের দ্বিতীয় গোল করেন হাল্যান্ড। ২-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে সিটিজেনরা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই কাউন্টার এটাকে ব্রাইটনের ফরওয়ার্ড লিয়ান্দ্র ট্রোসার্ড গোল দিয়ে ব্যাবধান কমান এবং ব্রাইটনকে খেলায় ফেরার ইঙ্গিত দেন। এরপর আক্রমণ পাল্টা আক্রামণে ম্যাচ জমে উঠে।

ম্যাচের ৭৫তম মিনিটে সিটির হয়ে জয়সূচক গোলটি করেন মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা। এরপর আর কোনো গোল না হওয়ায় ম্যানসিটি ৩-১ গোলের ব্যাবধানে জয় নিয়ে মাঠ ত্যাগ করে।

প্রিমিয়ার লিগে ১১ ম্যাচে ১৭ গোল দিয়ে গোল্ডেন বুট জেতার দৌড়ে সবার উপরে আছেন স্ট্রাইকার আর্লিং হাল্যান্ড। প্রতিপক্ষের ডিফেন্সকে চুরমার করে দিয়ে করে যাচ্ছেন একের পর এক গোল।

এক ম্যাচ বেশি খেলে আর্সেনালের থেকে ১ পয়েন্ট কম নিয়ে প্রিমিয়ার লিগে দ্বিতীয় অবস্থানে আছে ম্যানসিটি।

স্পোর্টসমেইল২৪/আরআইএম

 



শেয়ার করুন :


আরও পড়ুন

সাকিবকে সরিয়ে শীর্ষে সাউদি

সাকিবকে সরিয়ে শীর্ষে সাউদি

লেভানডোভস্কির জোড়া গোলে জয়ে ফিরলো বার্সেলোনা

লেভানডোভস্কির জোড়া গোলে জয়ে ফিরলো বার্সেলোনা

নবী-রশীদদের হারের স্বাদ দিয়ে জয়ে শুরু ইংল্যান্ডের

নবী-রশীদদের হারের স্বাদ দিয়ে জয়ে শুরু ইংল্যান্ডের

৩৭ বছর পর সেই মেলবোর্নে ভারত-পাকিস্তান

৩৭ বছর পর সেই মেলবোর্নে ভারত-পাকিস্তান