লিওনেল মেসি এবং কিলিয়ান এমবাপে দুর্দান্তগোলে ফ্রেঞ্চ লিগে জয়রথ ছুটছেই প্যারিস সেন্ট-জার্মেইর।
শুক্রবার আজাসিও এর মাঠে তাদেরকে ৩-০ গোলের ব্যাবধানে হারিয়ে লিগ ওয়ানে শীর্ষে আছে পিএসজি।
ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা সাসপেন্ডেড নেইমার ও রামোসকে ছাড়াই মাঠে নেমেছিল, পিএসজি ছয় পয়েন্ট এগিয়ে শীর্ষে থেকে তাদের ফরোয়ার্ড লাইনে থাকা অন্য দুই তারকা লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপে ওপর নির্ভর করে।
এমবাপে, যিনি সম্প্রতি 'সম্পূর্ণ মিথ্যা' বলে ক্লাব ছাড়তে চাচ্ছেন এমন খবরের নিন্দা করেছেন, ম্যাচের ২৪ তম মিনিটে লিওনেল মেসির অসাধারন পাস থেকে পিএসজিকে এগিয়ে নেন এই ফরাসি তারকা। ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে পিএসজি।
দ্বিতীয়ার্ধে আরো আক্রমণাত্নক ফুটবল খেলতে থাকে পিএসজি। মেসি এমবাপে প্রতিপক্ষের ডিফেন্স ভেঙে চুরমার করে দেন। বিশেষ করে আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি ছিলেন অপ্রতিরোদ্ধ। সাথে কিলিয়ান এমবাপে গতির কাছে অসহায় হয়ে পড়েছিল প্রতিপক্ষের খেলোয়াররা।
ম্যাচের ৭৪ তম মিনিটে এমবাপ্পে মেসির ওয়ান টু ওয়ান পাসে দুর্দান্ত গোল করে দলকে এগিয়ে নেন ফুটবল মহাতারকা লিওনেল মেসি। ঠিক এর ৫ মিনিট বাদেই মেসির পাসে নিজের দ্বিতীয় ও দলের ৩ নম্বর গোলটি করেন ফরাসি তারকা কাইলিয়ান এমবাপে।হ্যাট্রিক করার সহজ সুযোগও মিস করেন এমবাপে।
স্বাগতিকরা উজ্জ্বলভাবে শুরু করার সাথে সাথে ভিনসেন্ট মার্চেটি গুলি চালান, কিন্তু মেসি এবং এমবাপে অপ্রতিরুদ্ধ হয়ে উঠেছিলেন। প্রাক্তন বার্সেলোনা সুপারস্টার ও ফ্রান্সের ফরোয়ার্ড দুজনের দারুন ফিনিশে প্রতিপক্ষের জন্য হতাশার রাত হয়ে দাঁড়ায়।
এই জয়ে লিগ ওয়ানে ১২ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে পিএসজি।
স্পোর্টসমেইল২৪/আরআইএম