লেভানডোভস্কির জোড়া গোলে জয়ে ফিরলো বার্সেলোনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪৩ এএম, ২১ অক্টোবর ২০২২
লেভানডোভস্কির জোড়া গোলে জয়ে ফিরলো বার্সেলোনা

চ্যাম্পিয়ানস লিগে ঘরের মাঠে ইন্টার মিলানের সাথে ড্র এবং এল ক্লাসিকোতে রিয়ালের কাছে হেরে খাদের কিনারায় গিয়ে পড়ে বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের কাছে হেরে স্প্যানিশ লা লিগায় শীর্ষস্থানও হারাতে হয় কাতালুনিয়ার ক্লাবটির। অবশেষে রবার্ট লেভানডোভস্কির জোড়া গোলে জয়ে ফিরেছে বার্সেলোনা।

বৃহস্পতিবার রাতে নিজেদের মাঠ ক্যাম্প ন্যু এ ভিয়ারিয়ালের বিপক্ষে স্বস্তির জয় পেয়েছে বার্সা। এই জয়ে রিয়াল মাদ্রিদের থেকে ৩ পয়েন্ট কম নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে আছে কাতালুনিয়ান ক্লাবটি।

সান্তিয়াগো বার্নাব্যুতে ৩-১ গোলের পরাজয়ে এদিন ভিয়ারিয়ালের বিপক্ষে বার্সার দলে ৫ পরিবর্তন আনেন বার্সা কোচ জাবি হার্নান্দেজ। প্রথম একাদশে সুযোগ পেয়ে নিজের জাত চেনান আনসু ফাতি।

প্রথমার্ধের ৩১ মিনিটে দলীয় অধিনায়ক জর্দি আলবার নিখুত ক্রসে বল জালে জড়ান স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কি। এরপর শুরু হয় বার্সার গোল উৎসব, মাত্র ৭ মিনিটের ব্যাবধানে আরো দুটি গোলের দেখা পায় দলটি।

৩৫ মিনিটে কাউন্টার এটাকে বল পেয়ে বাকানো শটে দুর্দান্ত গোল করেন পোলান্ড সুপারস্টার রবার্ট লেভানডোভস্কি, স্প্যানিশ লীগে এটি তার ১১ তম গোল। বার্সা হয়ে তিন নম্বর গোলটি আসে তরুন তারকা আনসু ফাতির পা থেকে, ফরওয়ার্ড ফেরান তোরেসের ক্রস থেকে বল জালে জড়ান এই স্প্যানিশ তারকা।

৩-০ গোলের ব্যাবধানে লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে বার্সা। জয় নিশ্চিত হয়ে যাওয়ায় দ্বিতীয়ার্ধে নিজেদের নিয়ন্ত্রনে বল রেখে হালকা মেজাজে খেলতে থাকা বার্সা আর গোলের দেখা পায়নি। তাই ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়েন জাবির শির্ষ্যরা।

১০ ম্যাচে ১১ গোল দিয়ে স্প্যানিশ লা লিগায় শীর্ষে আছেন সদ্য বায়ার্ন থেকে দলে ভেরানো বার্সেলোনার পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কি।

স্পোর্টসমেইল২৪/আরএসএম 



শেয়ার করুন :


আরও পড়ুন

সেই স্টেডিয়ামটি ভেঙেই ফেলবে ইন্দোনেশিয়া

সেই স্টেডিয়ামটি ভেঙেই ফেলবে ইন্দোনেশিয়া

নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার টুয়েলভে শ্রীলঙ্কা

নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার টুয়েলভে শ্রীলঙ্কা

শ্রীলঙ্কা নয়, বিশ্বকাপে বাংলাদেশের প্রতিপক্ষ নেদারল্যান্ডস

শ্রীলঙ্কা নয়, বিশ্বকাপে বাংলাদেশের প্রতিপক্ষ নেদারল্যান্ডস

টেন্ডুলকারের মতে বিশ্বকাপ শিরোপা জিতবে ভারত

টেন্ডুলকারের মতে বিশ্বকাপ শিরোপা জিতবে ভারত