বেনজেমার হাতেই ব্যালন ডি’অর, ২৪ বছর অপেক্ষার অবসান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪৮ এএম, ১৮ অক্টোবর ২০২২
বেনজেমার হাতেই ব্যালন ডি’অর, ২৪ বছর অপেক্ষার অবসান

ঘোষণার আগেই এবারের পুরস্কারটি যে করিম বেনজেমার হাতে উঠতে যাচ্ছে তা প্রায়ই নিশ্চিত ছিল। তবে আনুষ্ঠানিক ঘোষণা বলে কথা, সেটিও এবার হয়ে গেল। ফ্রান্সের দীর্ঘ ২৪ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ব্যালন ডি’অর জিতে নিলেন রিয়াল মাদ্রিদ তারকা বেনজেমা। এর আগে সর্বশেষ ১৯৯৮ সালে ব্যালন ডি’অর জিতেছিলেন দেশটির জীবন্ত কিংবদন্তী জিনেদিন জিদান।

সোমবার (১৭ অক্টোবর) দিনগত রাতে প্যারিসে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ঘোষণা এবং বেনজেমার হাতে ব্যালন ডি’অর ২০২২ তুলে দেওয়া হয়। রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমার এটি প্রথমবারের মতো বর্ষসেরা পুরস্কার জয়।

একই সাথে এর মধ্য দিয়ে দুই যুগ পর ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’ -এর ব্যালন ডি’অর জিতলেন ফ্রান্সের কোনো ফুটবলার। কিংবদন্তি জিদানউ ৩৪ বছর বয়সী বেনজেমার হাতে এ পুরস্কার তুলে দেন।

ব্যালন ডি’অরের জন্য গত বছরের পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হলেও ২০২২ সালের মার্চে নিয়মে পরিবর্তন আনা হয়। ফলে চলতি বছর থেকে ইউরোপিয়ান ফুটবলের পুরো একটি মৌসুমের (অগাস্ট থেকে জুলাই) সময়কাল বিবেচনা করা হচ্ছে। তবে গত মৌসুমে বেনজেমার পারফরম্যান্স ও অর্জনে তিনিই ছিলেন এ পুরস্কারের দাবীদার।

২০২১-২২ মৌসুমে রিয়ালের রেকর্ড ১৪তম চ্যাম্পিয়ন্স লিগ জয়ে বড় অবদান ছিল বেনজেমার। মোট ১৫টি গোল করে আসরের সর্বোচ্চ স্কোরারও ছিলেন তিনি। এর আগে গতবার রিয়ালের লা লিগা জয়েও বড় অবদান রেখে বেনজেমা করেছিলেন আসরের সর্বোচ্চ ২৭ গোল।

এদিকে, দেশ হিসেবে সবচেয়ে বেশি ৭টি ব্যালন ডি’অর নিয়েছে আর্জেন্টিনা, নেদারল্যান্ডস, পর্তুগাল ও জার্মানি। এবার তাদের পাশে বসলো ফ্রান্স। আর আর্জেন্টিনার ৭টি'ই জিতেছেন লিওনেল মেসি, যা ব্যক্তিগতভাবে সর্বোচ্চ। তবে এবার তালিকাতেই নাম ছিল না পিএসজিতে খেলা মেসির।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

বয়স বলে কিছু নেই: করিম বেনজেমা

বয়স বলে কিছু নেই: করিম বেনজেমা

ব্যালন ডি'অর-এ রোনালদো আছেন মেসি নেই, ব্যাখ্যা দিল ফ্রান্স ফুটবল

ব্যালন ডি'অর-এ রোনালদো আছেন মেসি নেই, ব্যাখ্যা দিল ফ্রান্স ফুটবল

ব্যালন ডি'অরে নতুন নিয়ম, ভোট দিতে পারবে না বাংলাদেশ

ব্যালন ডি'অরে নতুন নিয়ম, ভোট দিতে পারবে না বাংলাদেশ

রিয়ালকে শিরোপা জিতিয়ে উয়েফার বর্ষসেরা বেনজেমা

রিয়ালকে শিরোপা জিতিয়ে উয়েফার বর্ষসেরা বেনজেমা