আবারও পিএসজির ছাড়ার ইঙ্গিত দিলেন এমবাপে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৩৭ পিএম, ১৩ অক্টোবর ২০২২
আবারও পিএসজির ছাড়ার ইঙ্গিত দিলেন এমবাপে

ফাইল ফটো

প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) সাথে ব্যক্তিগত সম্পর্কটা মোটেই ভালো যাচ্ছে না ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপের। মূলত সে কারণেই ক্লাবের ওপর বিরক্ত এমবাপে আবারও ক্লাবটি ছাড়ার ইঙ্গিত দিলেন। নতুন বছরের জানুয়ারিতে শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে দল ত্যাগের করতে পারেন তিনি।

মে মাসে লিগ ওয়ানের শীর্ষ দল পিএসজির সাথে নতুন করে তিন বছরের চুক্তিতে স্বাক্ষর করেছিলেন এমবাপে। মার্কার রিপোর্টের সূত্র মতে, বেশ কয়েকটি ঘনিষ্ঠ সূত্র বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে যে, এমবাপে চুক্তি বাতিল করে জানুয়ারিতে ক্লাব ছেড়ে যেতে আগ্রহী।

রিপোর্টে আরও বলা হয়, ফরাসি এ তরুণ তুর্কি পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে পাড়ি জমাতে চান। কিন্তু পিএসজি কেবলমাত্র লিভারপুলের জন্য এমবাপের দরজা উন্মুক্ত করতে চায়।

গত মাসে পিএসজি কোচ ক্রিস্টোফে গাল্টিয়ার স্বীকার করেছিলেন কিলিয়ান এমবাপে জানিয়েছেন, জাতীয় দলে ফ্রান্সের হয়ে খেলতে গেলে তিনি বেশি স্বাধীনতা পান। সে তুলনায় ক্লাব ফুটবলে তার ভূমিকা অনেক বেশি সীমাবদ্ধ।

ফ্রান্সের হয়ে নেশন্স লিগে অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ের ম্যাচটিতে এমবাপে স্কোরশিটে নাম লিখিয়েছিলেন। ওই ম্যাচটিতে জয়ী হয়ে কোনমতে রেলিগেশন এড়িয়েছে ফ্রান্স। ২৩ বছর বয়সী এ স্ট্রাইকার নিজেও জানিয়েছেন করিম বেনজেমার অনুপস্থিতিতে জাতীয় দলে অলিভার গিরুদের সাথে জুটি বেঁধে খেলতে গিয়ে তিনি নিজেকে ভিন্নভাবে উপস্থাপনের সুযোগ পান।

সেপ্টেম্বরে গাল্টিয়ার গণমাধ্যমে বলেছিলেন, ‘তার পর্যবেক্ষণ একদম সঠিক। জাতীয় দলে সে যেভাবে খেলে তার থেকে একেবারে ভিন্ন সেট-আপে ক্লাব ফুটবলে তাকে খেলতে হয়। এখানে সে অনেক বেশি সীমাবদ্ধতার মধ্যে থাকে। যে ধরনের খেলোয়াড় আমাদের দলে রয়েছে তাতে প্রত্যেককেই নিজ নিজ দায়িত্ব পালন করতে হয়। কিন্তু আমার মনে হয় না এখানে সে কম স্বাধীনতা পায়।’

গাল্টিয়ার আরও জানিয়েছেন, গ্রীষ্মে স্বীকৃত একজন সেন্টার ফরোয়ার্ড দলে না নেওয়ার অর্থ হচ্ছে এমবাপে আক্রমনভাগে আরও বেশি গুরুত্ব পাচ্ছে। একই সাথে লিওনেল মেসি ও নেইমারকে দিয়ে সে খেলানোর সুযোগ পাচ্ছে।

স্পোর্টসমেইল২৪/আরএস


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

এমবাপের জোড়া গোল, জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু পিএসজির

এমবাপের জোড়া গোল, জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু পিএসজির

সব পেনাল্টি এক নম্বর প্লেয়ার নিবে, এমন নয়: এমবাপে

সব পেনাল্টি এক নম্বর প্লেয়ার নিবে, এমন নয়: এমবাপে

ট্রান্সজেন্ডার নারীর সাথে প্রেমে মজেছেন এমবাপে

ট্রান্সজেন্ডার নারীর সাথে প্রেমে মজেছেন এমবাপে

পিএসজির ড্রেসিংরুমে নেইমার-এমবাপের তর্কাতর্কি

পিএসজির ড্রেসিংরুমে নেইমার-এমবাপের তর্কাতর্কি