শুধু লিগ ওয়ান নয় চ্যাম্পিয়নস লিগেও লিওনেল মেসিকে পাচ্ছে না ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। এ নিয়ে ক্লাবটির হয়ে টানা দুই ম্যাচ মিস করছেন তিনি।
বুধবার (০৫ অক্টোবর) চ্যাম্পিয়নস লিগে বেনিফিকার বিপক্ষে দুর্দান্ত এক গোল করেছিলেন মেসি। তবে ১-১ গোলে ড্র হওয়া ঐ ম্যাচ শেষ হওয়ার আগেই পায়ের মাংশপেশীতে টান লাগায় মাঠ ছাড়েন তিনি।
এরপর পিএসজি বস যদিও আশ্বস্ত করেছিলেন মেসি ইনজুরি খুব একটা সিরিয়াস নয়। তাকে নিয়ে ঝুঁকি না নেওয়ার জন্য এক ম্যাচ বিশ্রাম দেওয়া হয়েছে এবং রোববারই অনুশীলনে ফিরবেন বলে জানিয়েছিলেন তিনি।
তবে রোববার তো নয়ই সোমবারও অনুশীলনে যোগ দেননি মেসি। মাত্র দেড় মাস পর কাতারে পর্দা উঠবে বিশ্বকাপের। তার আগে নিজেকে সুস্থ করতে এতটুকু ঘাটতি যেন না পড়ে সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক মেসি।
তাই পুরো সুস্থ না হওয়ায় ইউরোপ সেরার লড়াইয়ে সেই বেনিফিকার সঙ্গেও মেসিকে পাচ্ছে না পিএসজি। এ বিষয়ে মেসির প্রতি পূর্ণ সমর্থন আছে ফরাসি ক্লাবটির। তারাও আর্জেন্টাইন সুপারস্টারকে নিয়ে ঝুঁকি নিতে চায় না।
অভিষেক মৌসুমে জ্বলে উঠতে না পারলেও চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে আছেন। ১৩ ম্যাচে সমান আটটি করে গোল ও অ্যাসিস্ট করেছেন তিনি।
লিগ ওয়ানে চলতি মৌসুমে ১০ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে পিএসজি। চ্যাম্পিয়নস লিগেও ‘সি’ গ্রুপে সাত পয়েন্ট সবার উপরে ফরাসি ক্লাবটি।
স্পোর্টসমেইল২৪/এসকেডি