জুভেন্টাসের দুর্দশা বাড়িয়ে জয় এসি মিলানের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২৪ এএম, ০৯ অক্টোবর ২০২২
জুভেন্টাসের দুর্দশা বাড়িয়ে জয় এসি মিলানের

সিরি-আ’র চলতি মৌসুমের শুরু থেকেই হতাশার বৃত্তে আটকে আছে জুভেন্টাস। সেই দুর্দশা আরও বেড়েই চলেছে। এবার এসি মিলানের বিপক্ষে জুভেন্টাস হেরেছে ২-০ গোলের ব্যবধানে।

শনিবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে সিরি-আ’র ম্যাচে এসি মিলানের  বিপক্ষে মাঠে নেমেছিল জুভেন্টাস। পুরো ম্যাচে বল দখলের লড়াইয়ে পিছিয়ে থাকলেও আক্রমণে আধিপাত্য দেখিয়েছে মিলান। 

ম্যাচের ২০তম মিনিটেই এগিয়ে যেতে পারতো তারা। কিন্তু রাফায়েলের ব্যাকহিলের সামনে বাধা হয়ে দাড়ায় গোলপোস্ট। এর কিছুক্ষণ পর আরও একবার তার শট গোলপোস্টে লেগে ফিরে আসে।

বিরতির কিছুক্ষণ আগে ম্যাচের প্রথম গোল পায় মিলান। অলিভার জিরুর ভলি ফিকোয়া তেমোরির গায়ে লাগলে, শরীর ঘুরিয়ে ওই বলে ফিরতি শট নিয়ে লক্ষ্যভেদ করেন তিনি।

বিরতি থেকে ফেরার কিছুক্ষণ পরই ম্যাচের দ্বিতীয় গোল পায় এসি মিলান। জুভেন্টাসের দুসান ভ্লাহোভিচের ভুলে বল পেয়ে ব্যবধান দ্বিগুন করেন মিলানের স্প্যানিশ ফুটবলার ব্রাহিম দিয়াস।

এরপর দুই দলই বেশ কয়েকটি সুযোগ পেলেও কেউই লক্ষ্যভেদ করতে পারেননি। ফলে লিগের ষষ্ট জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

এই জয়ে ৯ ম্যাচে ছয় জয়, দুই ড্র ও এক হারে ২০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠে এসেছে এসি মিলান। অন্যদিকে সমান ম্যাচে তিন জয়, চার ড্র ও দুই হারে আট নম্বরে জুভেন্টাস। 

স্পোর্টসমেইল২৪/এসকেডি 



শেয়ার করুন :


আরও পড়ুন

কষ্টার্জিত জয়ে বার্সাকে সরিয়ে শীর্ষে রিয়াল

কষ্টার্জিত জয়ে বার্সাকে সরিয়ে শীর্ষে রিয়াল

মেসিবিহীন পিএসজির হোঁচট!

মেসিবিহীন পিএসজির হোঁচট!

ক্লান্ত বেনজেমাকে নিয়ে 'ভিন্ন ভাবনায়' রিয়াল বস

ক্লান্ত বেনজেমাকে নিয়ে 'ভিন্ন ভাবনায়' রিয়াল বস

বিশ্বকাপ চলাকালে ‘বিশেষ সুবিধা’ পাবেন সরকারি চাকরিজীবীরা

বিশ্বকাপ চলাকালে ‘বিশেষ সুবিধা’ পাবেন সরকারি চাকরিজীবীরা