কাতারে বিশ্বকাপের পর্দা উঠবে দেড় মাস পর। তার আগে ইনজুরিতে পড়েছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই’র (পিএসজি) হয়ে লিগ ওয়ানে পরের ম্যাচে তাই থাকছেন না তিনি।
চ্যাম্পিয়নস লিগে বুধবার (৬ অক্টোবর) বেনিফিকার বিপক্ষে ম্যাচের আগেই পায়ের পেশীতে সমস্যা বোধ করছিলেন মেসি। এমনকি ম্যাচের আগে তার বদলি নামানোর কথাও আলোচনা করেছিলেন পিএসজি কোচ ক্রিস্টোফার গ্যাল্টিয়েরের সঙ্গে।
পরে ম্যাচ শেষ করতে পারেননি তিনি। ৮০তম মিনিটে তাকে উঠিয়েন নেন গ্যাল্টিয়ের। এরপর থেকেই মেসির ফিটনেস নিয়ে গুঞ্জন ছিল। পিএসজি এবার সেটাই বিবৃতি দিয়ে নিশ্চিত করেছে।
নিজেদের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে পিএসজি বলেছে, “বুধবার (৬ অক্টোবর চ্যাম্পিয়নস লিগের ম্যাচে) কাফ স্ট্রেইন নিয়ে উঠে আসার পর তার চিকিৎসা শুরু হয়েছে। চিকিৎসকরা তার দেখভাল করছে।”
মাত্র দেড় মাস পর বিশ্বকাপ। দুরন্ত ফর্মে থাকা মেসির ইনজুরি নিশ্চিতভাবেই আর্জেন্টাইন সমর্থকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। তবে তাদের জন্য সু খবর দিয়েছেন পিএসজি বস গ্যাল্টিয়ের। মেসির অবস্থা উন্নতির দিকে। এমনকি রোববারই (৯ অক্টোবর) অনুশীলনে ফিরবেন বলে জানিয়েছেন তিনি।
গ্যাল্টিয়ের বলেন, “মেসি আজকের ম্যাচে (লিগ ওয়ান) নেই, কিন্তু সবকিছু ভালোভাবেই হচ্ছে। সে রোববার (৯ অক্টোবর) সকালেই অনুশীলনে ফিরবে।”
পিএসজির হয়ে অভিষেক মৌসুমে অনুজ্জ্বল থাকার পর এবারের মৌসুমের শুরু থেকেই দুরন্ত ফর্মে আছেন মেসি। এখন পযর্ন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩ ম্যাচে সমান আটটি গোল করেছেন ও করিয়েছেন।
স্পোর্টসমেইল২৪/এসকেডি