রাজস্ব আয়ে পজিটিভ বার্তা দিলো বার্সেলোনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০১ পিএম, ০৭ অক্টোবর ২০২২
রাজস্ব আয়ে পজিটিভ বার্তা দিলো বার্সেলোনা

চলতি মৌসুমে ২৭৪ মিলিয়ন ইউরো লাভের পূর্বাভাস দিয়েছে স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনা। এ মৌসুমে রেকর্ড ১.২৫৫ বিলিয়ন ইউরো রাজস্ব আয় হবে বলে জানিয়েছে কাতালান জায়ান্টরা।

ক্লাবের ২০২১/২২ অর্থ বছরের আর্থিক খতিয়ান প্রকাশ করে বার্সেলোনার অর্থ বিষয়ক সহ-সভাপতি এডুয়ার্ড রোমেউ বলেছেন, ‘এটি হচ্ছে একটি রক্ষণশীল বাজেট।’

বার্সেলোনা জানায়, রাজস্ব আয়ের এ পরিমাণে দীর্ঘমেয়াদী টেলিভিশন স্বত্ব বিক্রি থেকে আসা ৪৫০ মিলিয়ন ইউরোর ও বেশি রাজস্ব আয়ের সংখ্যাটিও অন্তর্ভুক্ত করা হয়েছে।

ক্লাবটি আরও জানায়, কর দেওয়ার পর তাদের মোট আয়ের পরিমাণ দাঁড়াবে ৯৮ মিলিয়ন ইউরো। সেই সঙ্গে থাকছে ১.০১৭ বিলিয়ন ইউরোর অপারেটিং আয় এবং ৮৫৬ মিলিয়ন ইউরোর ব্যয়।

বিশ্বব্যাপী কোভিড-১৯ মাহামারির কারণে লোকসানের ধাক্কা কাটিয়ে এখন লাভের পথে ফিরে এসেছে বলেও উল্লেখ করেছে ক্লাবটি।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

বার্সেলোনাকে হারিয়ে ইন্টারের টানা জয়

বার্সেলোনাকে হারিয়ে ইন্টারের টানা জয়

আন্তর্জাতিক বিরতিতে ‘ক্ষতিগ্রস্ত’ বার্সেলোনা

আন্তর্জাতিক বিরতিতে ‘ক্ষতিগ্রস্ত’ বার্সেলোনা

বার্সেলোনাকে ৯টি শর্ত দিয়েছিলেন মেসি!

বার্সেলোনাকে ৯টি শর্ত দিয়েছিলেন মেসি!

বার্সেলোনা-পিএসজি-জুভেন্টাসসহ ২০টি ক্লাবের বিপক্ষে তদন্তে উয়েফা

বার্সেলোনা-পিএসজি-জুভেন্টাসসহ ২০টি ক্লাবের বিপক্ষে তদন্তে উয়েফা