বিশকাপে ফেভারিট নয় আর্জেন্টিনা: মেসি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:১৪ এএম, ০৭ অক্টোবর ২০২২
বিশকাপে ফেভারিট নয় আর্জেন্টিনা: মেসি

টানা তিন বছর অপরাজিত আর্জেন্টিনা। দীর্ঘ সময় শিরোপা খরায় ভোগা দলটি এক বছরের ব্যবধানে জিতেছে দুইটি শিরোপা। দিন দিন যেন প্রতিপক্ষের জন্য ত্রাস হয়ে উঠেছে দুইবারের বিশ্বকাপ জয়ী দলটি। কাতার  বিশ্বকাপের মাত্র দেড় মাস আগে এমন ফর্ম, আর্জেন্টাইন সমর্থকদের আশা জোগাচ্ছে।

ফর্ম যেমনই হোক প্রতি ইতিহাস, ঐতিহ্য, সবদিক থেকেই প্রতি বিশ্বকাপেই আলাদা নজড় থাকে আর্জেন্টিনার উপর। তবে শেষ কয়েক বিশ্বকাপে সমর্থকদের প্রত্যাশা মোটেও পূরণ করতে পারেনি তারা।। শুধু ২০১৪ সালে ফাইনাল খেলা ১৯৮৬ সালে বিশ্বকাপ জেতার পর তাদের বড় সাফল্য।

তবে সাম্প্রতিক ফর্ম, দলের অবস্থা সবকিছু বিবেচনা করে আসন্ন বিশ্বকাপে আর্জেন্টিনাকেই হট ফেভারিট হিসেবে ধরা হচ্ছে । কিন্তু দলটির অধিনায়ক লিওনেল মেসি নিজেদের মোটেও ফেভারিট মনে করছেন না। 

মেসি বলেন, “জানি না, আমরা ফেভারিট কিনা। তবে বিশ্বকাপে আর্জেন্টিনা সবসময়ই শিরোপার দাবিদার থাকে। আমরা ফেভারিট নই। আমি মনে করি, আরও কিছু দল আছে যারা (শিরোপার লড়াইয়ে) আমাদের ওপরে আছে।”

ফেভারিট হলেই যে শিরোপা জেতা যায় না সেটাও মনে করিয়ে দিয়েছেন মেসি। তবে আর্জেন্টিনা যে শক্তিশালী দল নিয়ে বেশ ভালো অবস্থানে আছে সেটা স্বীকার করেছেন তিনি।

“খুব শক্তিশালী একটা দল নিয়ে আমরা খুব ভালো অবস্থায় আছি, তবে বিশ্বকাপে যে কোনো কিছুই ঘটতে পারে। সব ম্যাচই কঠিন, এটাই বিশ্বকাপকে বিশেষ করে তোলে। কারণ ফেভারিটরা সবসময় শিরোপা জেতে না, এমনকি তারা সবার প্রত্যাশা অনুযায়ী ভালোও করতে পারে না” যোগ করেন আর্জেন্টাইন অধিনায়ক। 

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচ ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে। ‘সি’ গ্রুপে মেসির দলের বাকি দুই প্রতিপক্ষ, মেক্সিকো ও পোল্যান্ড।

স্পোর্টসমেইল২৪/এসকেডি 



শেয়ার করুন :


আরও পড়ুন

আরও চার বছর মেসিদের কোচ থাকছেন স্কলানি

আরও চার বছর মেসিদের কোচ থাকছেন স্কলানি

উড়ছেন মেসি, জয়ের রথ ছোটাচ্ছে আর্জেন্টিনা

উড়ছেন মেসি, জয়ের রথ ছোটাচ্ছে আর্জেন্টিনা

মেসির জোড়া গোল, আর্জেন্টিনার আরেকটি সহজ জয়

মেসির জোড়া গোল, আর্জেন্টিনার আরেকটি সহজ জয়

মেসির রেকর্ড গোলেও পয়েন্ট খোয়ালো পিএসজি

মেসির রেকর্ড গোলেও পয়েন্ট খোয়ালো পিএসজি