মেসির রেকর্ড গোলেও পয়েন্ট খোয়ালো পিএসজি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩৮ এএম, ০৬ অক্টোবর ২০২২
মেসির রেকর্ড গোলেও পয়েন্ট খোয়ালো পিএসজি

লিগে নিজেদের প্রথম দুই ম্যাচে জয় তুলে শীর্ষে ছিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। তৃতীয় ম্যাচের দর্শণীয় এক গোলে চ্যাম্পিয়নস লিগে রেকর্ড গড়েন লিওনেল মেসি। তবে হোঁচট খেয়েছে দল এগিয়ে থেকেও বেনফিকা-এর বিপক্ষে শেষ পর্যন্ত পয়েন্ট খুঁইয়ে মাঠে ছেড়েছে পিএসজি।

বুধবার (৫ অক্টোবর) দিনগত রাতে লিসবনের এস্তাদিও দ্য লুজে বেনফিকার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ফরাসি জায়ান্টরা। এর ফলে তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে গ্রুপে শীর্ষস্থান ধরে রেখেছে মেসি-নেইমার-এমবাপের দল পিএসজি।

ম্যাচের ২২তম মিনিটে দর্শণীয় এক গোল করে দলকে এগিয়ে দের মেসি। কিলিয়ান এমবাপে ও নেইমারের যোগসাজশে পাওয়া বল নিয়ে বক্সের প্রান্ত থেকে বাঁ পায়ের বাঁকানো ট্রেডমার্ক শটে বল জালে পাঠান মেসি। গোল করার সঙ্গে সঙ্গে উল্লাসে মাতেন সেমি।

এ গোলের মাধ্যমে চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ভিন্ন ৪০টি ক্লাবের বিপক্ষে গোল করলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এর আগের রেকর্ডধারী ক্রিস্টিয়ানো রোনালদো ৩৮টি ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে গোল করেছেন।

এদিকে, ইউরোপ সেরার প্রতিযোগিতায় সর্বোচ্চ গোলদাতা এখনও পর্তুগিজ তারকা (১৪০), বেনফিকার জালে বল পাঠিয়ে সেই ব্যবধান ১৩-তে নামিয়ে আনলেন লিওনেল মেসি (১২৭)।

মেসির রেকর্ড গড়া গোলে এগিয়ে গেলে অবশ্য লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি পিএসজি। প্রথমার্ধেই সমতায় ফিরে বেনফিকা। ম্যাচের ৪১তম মিনিটে এনজো ফের্নান্দেজের বাঁকানো ক্রস আটকাতে গিয়ে নিজের দলের জালে বল জড়ান পিএসজি ডিফেন্ডার দানিলো। শেষ পর্যন্ত এ আত্মঘাতী গোলেই পয়েন্ট হারায় পিএসজি।

১-১ গোলে প্রথমার্ধ শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে আর কোনো দল গোলের দেখা পায়নি। ফলে পয়েন্ট ভাগ করে নিয়েই মাঠ ছাড়ে পিএসজি এবং বেনফিকা।

পুরো সময়ে পিএসজি ৫৬ শতাংশ সময় বল নিজেদের দখলে রাখলেও কাজের কাজ করতে পারেনি। বল দখলে এগিয়ে থাকার পাশাপাশি প্রতিপক্ষ বেনফিকার গোলবারে ১৫টি শট নিয়েছিল তারা, যার মধ্যে ৭টি শট টার্গেটের ছিল। বিপরীতে ৩৫ শতাংশ বল দখলে রাখা বেনফিকারের নেওয়া ৮টি শটের মধ্যে ৬টি'ই টার্গেটের ছিল।

এদিকে, এ ড্রয়ে পিএসজি ও বেনফিকার পয়েন্ট সমান ৭। তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষস্থান ধরে রেখেছে ফরাসি জায়ান্টরা। আর সমান সংখ্যক পয়েন্ট নিয়েও দ্বিতীয়স্থানে রয়েছে বেনফিকা।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

পিছিয়ে পড়েও মেসি-নেইমার-এমবাপের গোলে পিএসজির জয়

পিছিয়ে পড়েও মেসি-নেইমার-এমবাপের গোলে পিএসজির জয়

বায়ার্ন মিউনিখের কাছে ২-০ গোলে পরাস্ত বার্সেলোনা

বায়ার্ন মিউনিখের কাছে ২-০ গোলে পরাস্ত বার্সেলোনা

পর্যাপ্ত পুলিশ নেই, পিছিয়ে গেল চ্যাম্পিয়নস লিগের ম্যাচ

পর্যাপ্ত পুলিশ নেই, পিছিয়ে গেল চ্যাম্পিয়নস লিগের ম্যাচ

লেভানডোভস্কির হ্যাটট্রিক, চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার গোল উৎসব

লেভানডোভস্কির হ্যাটট্রিক, চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার গোল উৎসব