ব্রাজিলকে ২০২২ বিশ্বকাপ নিয়ে চিন্তার পরামর্শ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫০ পিএম, ০৯ জুলাই ২০১৮
ব্রাজিলকে ২০২২ বিশ্বকাপ নিয়ে চিন্তার পরামর্শ

বেলজিয়ামের কাছে হেরে রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। এখন তাদের চিন্তা করতে হবে পরবর্তী বিশ্বকাপ নিয়ে। ঠিক তেমনটাই জানালেন ২০০২ বিশ্বকাপ জয়ী দলের তারকা রিভালদো। ব্রাজিলকে ২০২২ বিশ্বকাপ নিয়ে এখন থেকেই চিন্তা করার অনুরোধ জানিয়েছেন তিনি।

ফার্নান্দিনহোর আত্মঘাতি গোল ও কেভিন ডি ব্রুয়েনের দারুন এক স্ট্রাইকে বেলজিয়াম ২-১ গোলে জয়ী হয়ে সেমিফাইনাল নিশ্চিত করে। ব্রাজিলের পক্ষে ম্যাচের শেষের দিকে সান্তনাসূচক গোলটি করেন বদলি খেলোয়াড় রেনাটো অগাস্তো।

এদিকে বিশ্বকাপে থেকে বিদায় নেয়ায় কোচ তিতে কোন ইঙ্গিত দেননি আদৌ তিনি সেলেসাওদের সাথে কোচের দায়িত্বে থাকবেন কিনা। তবে রিভালদো অবশ্য তিতেকেই ভবিষ্যতের কোচ হিসেবে দেখতে আগ্রহী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে রিভালদো বলেছেন, ব্রাজিলের এখনই ভবিষ্যতের পরিকল্পনা শুরু করে দেয়া উচিত। ইন্সাটাগ্রামে তিনি লিখেছেন, ‘প্রথমত আমি বেলজিয়াম জাতীয় দলকে দারুন এ জয় ও সেমিফাইনাল নিশ্চিত করার জন্য অভিনন্দন জানাতে চাই। বিশ্বকাপ এমনই। বিশেষ করে কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলো যেখান থেকে সত্যিকার অর্থেই টুর্নামেন্ট শুরু হয়।’

‘বিশ্বকাপ কোপা আমেরিকা, বাছাইপর্ব কিংবা প্রীতি ম্যাচগুলো থেকে সম্পূর্ন ভিন্ন। এখানে ভুল করার কোন সুযোগ নেই। এটা ফুটবলেরই একটা অংশ, ৩২টি দলের মধ্যে যেকোন একটি দল জিতবে। আর এবারের সময়টা ব্রাজিলের ছিল না। আমি খুব ভালোভাবেই উপলব্ধি করতে পারছি এ মুহূর্তে ব্রাজিলের খেলোয়াড় ও সমর্থকদের মনের অবস্থা কী। এটা তাদের জন্য অত্যন্ত দুঃখের মুহূর্ত।’

‘কিন্তু জীবন কারো জন্য থেমে থাকে না, আমি নিশ্চিত এ পরিস্থিতি ব্রাজিল শিগগিরই কাটিয়ে উঠবে। তারা অবশ্যই শক্তিশালী দল হিসেবেই ফিরে আসবে। এখন মাথা উঁচু করে ২০২২ কাতার বিশ্বকাপের জন্য সকলকে চিন্তা করতে হবে’-বলেন তিনি।

রাশিয়া থেকে বিদায়ের পরে ব্রাজিলের আইকন খেলোয়াড় পেলেও জাতীয় দলকে ভবিষ্যতের ওপর মনোযোগী হবার আহ্বান জানিয়েছেন। টুইটারে পেলে লিখেছেন, ‘জীবনে সব যাত্রাই লক্ষ্য অনুযায়ী শেষ হয় না। কিন্তু প্রতিটি যাত্রাই একেকটি অভিজ্ঞতা। ব্রাজিল, এখন সময় সামনে এগিয়ে যাওয়ার।’


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

দল নয়, নেইমারে অবাক তিতে

দল নয়, নেইমারে অবাক তিতে

ব্রাজিলকে বিদায় দিয়ে ৩২ বছর পর সেমিতে বেলজিয়াম

ব্রাজিলকে বিদায় দিয়ে ৩২ বছর পর সেমিতে বেলজিয়াম

নেইমারের অভিনয় ও সমালোচনা : ক্ষেপেছেন রোনালদো

নেইমারের অভিনয় ও সমালোচনা : ক্ষেপেছেন রোনালদো

‘নেইমারের অভিনয় সত্যিই মানা যায় না’

‘নেইমারের অভিনয় সত্যিই মানা যায় না’