সুতোয় ঝুলছে জাতীয় ফুটবল দলের কোচের ভাগ্য

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৩১ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২২
সুতোয় ঝুলছে জাতীয় ফুটবল দলের কোচের ভাগ্য

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হাভিয়ের কাবেরারোর ভাগ্য সুতোয় ঝুলছে। জামাল-জিকোদের কোচ হিসেবে তার অধ্যায় থেমে যেতে পারে দ্রুতই।

কোচ হিসেবে বাংলাদেশের ডাগআউটে আট ম্যাচ দাড়িয়েছেন হাভিয়ের। সেখানে মাত্র এক ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশ।

প্রথম টানা ছয় ম্যাচে হারের কম্বোডিয়ার বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছিল জামালরা। তবে এরপর নেপালের বিপক্ষে ৩-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর ঝুঁকিতে পড়ে গিয়েছে তার চাকরি।

চলতি বছরের ডিসেম্বরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে হাভিয়েরের। তার অধীনে দলের পারফর্ম্যান্স বিবেচনায় তার সঙ্গে চুক্তির মেয়াদ আর নাও বাড়াতে পারে বাফুফে। 

তবে নতুন কোচ হিসেবে এখনো কাউকে চূড়ান্ত করেনি বাফুফে। আগে হাভিয়েরের সঙ্গে আলোচনা করে সমাধানে আসতে চায় দেশের ফুটবলে সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। 

খুব দ্রুতই হাভিয়েরের চুক্তি নিয়ে সিদ্ধান্ত নিবে বাফুফে। এরপরই নতুন কোচ বা চুক্তি নবায়ন নিয়ে জানাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

স্পোর্টসমেইল২৪/এসকেডি 



শেয়ার করুন :


আরও পড়ুন

ওসাসুনার বিপক্ষে মাঠে ফিরছেন বেনজেমা

ওসাসুনার বিপক্ষে মাঠে ফিরছেন বেনজেমা

নেপালের কাছে ৩-১ গোলে হারলো জামাল ভূঁইয়ারা

নেপালের কাছে ৩-১ গোলে হারলো জামাল ভূঁইয়ারা

কাতারে বিশ্বকাপ ফুটবল খেলতে যাচ্ছে বাংলাদেশের নারী পথশিশুরা

কাতারে বিশ্বকাপ ফুটবল খেলতে যাচ্ছে বাংলাদেশের নারী পথশিশুরা

‘এই ট্রফি বাংলাদেশের সব মানুষের’

‘এই ট্রফি বাংলাদেশের সব মানুষের’