নেপালের কাছে ৩-১ গোলে হারলো জামাল ভূঁইয়ারা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৫০ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২২
নেপালের কাছে ৩-১ গোলে হারলো জামাল ভূঁইয়ারা

ফাইল ফটো

নারী সাফ চ্যাম্পিয়নশীপে স্বাগতিক নেপালকে হারিয়ে ইতিহাস গড়ছে বাংলাদেশ নারী ফুটবল দল। তবে মেয়েরা ইতিহাস গড়লেও ছেলেরা হতাশ করেছে। ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ম্যাচে নেপালের বিপক্ষে বড় ব্যবধানের হারের লজ্জা পেয়েছেন জামাল ভূঁইয়ারা।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) মেয়ের ইতিহাস গড়া কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামেই স্বাগতিক নেপালের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ম্যাচটিতে ৩-১ গোলের ব্যবধানে হারের তিক্ত স্বাদ নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ ফুটবল দল।

ম্যাচের আগের দিন সোমবার (২৬ সেপ্টেম্ব) বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ হাভিয়ের ক্যাবরেরা এবং অধিনায়ক জামাল ভূঁইয়া ম্যাচ জয়ের বিষয়ে আশার কথা শোনালেও মাঠে হতাশ হতে হয়েছে। প্রথমার্ধেই বাংলাদেশ দল পিছিয়ে যায় ৩-০ গোলে। দলের পক্ষে তিনটি গোলই করেন অঞ্জন বিষ্টা।

স্বাগতিকদের বিপক্ষে ভালোই শুরু করেছিল বাংলাদেশ ফুটবল দল। বেশ কয়েকবার আক্রমণে গিয়ে সুযোগও পেয়েছিল বাংলাদেশ। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি জামাল ভূঁইয়ার দল।

বাংলাদেশ ফ্রি কিক থেকে গোলবঞ্চিত হলেও নেপাল ঠিকই এগিয়ে যায়। বক্সের বাঁ প্রান্তের কাছে পাওয়া ফ্রি কিক থেকে হেড করে দলকে এগিয়ে দেন অঞ্জন বিষ্টা। ফলে ম্যাচের ১৮তম মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা।

১-০ গোলে এগিয়ে যাওয়ার ৯ মিনিট পর দ্বিতীয় গোল করেন অঞ্জন। স্বাগতিকদের সংঘবদ্ধ আক্রমণ বাংলাদেশের গোলরক্ষক আনিসুর রহমান জিকো প্রথমে সেভ করলেও ফিরতি বলে সফল হন অঞ্জন। ফলে ২-০ গোল পিছিয়ে পড়ে বাংলাদেশ। আর ম্যাচের ৩৭তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন অঞ্জন।

ফ্রি কিক থেকে পাওয়া বলে দুর্দান্ত হেডে নিজের হ্যাটট্রিক গোল করেন নেপারের এ ফরোয়ার্ড। প্রথমার্ধের শে দিকে গোল পরিশোধের সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে অথিনায়ক জামাল ভূঁইয়ার নেওয়া ফ্রি কিক ডিফেন্ডারের গায়ে লেগে ফেরত আসলে গোল বঞ্চিত হয় বাংলাদেশ। ফলে ৩-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় জামাল ভূইয়ারা।

দ্বিতীয়ার্ধে তুলনামূলক ভালো ফুটবল খেললেও হার এড়াতে পারেনি বাংলাদেশ। তবে ম্যাচের ৫৭তম মিনিটে গোলের দেখা পায় বাংলাদেশ। মাঠের ডান দিক থেকে রাকিবের ক্রস ডিফেন্ডারের পায়ে লেগে কিছুটা উপরে উঠলে ডাইভিং হেডে লক্ষ্যভেদ করেন সাজ্জাদ।

এরপর ব্যবধান কমানোর আরও সযোগ পেলেও কাজে লাগাতে পারে বাংলাদেশ। ফলে শেষ পর্যন্ত ৩-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে জামাল ভূইয়ারা।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

কাতারে বিশ্বকাপ ফুটবল খেলতে যাচ্ছে বাংলাদেশের নারী পথশিশুরা

কাতারে বিশ্বকাপ ফুটবল খেলতে যাচ্ছে বাংলাদেশের নারী পথশিশুরা

১০ মাস পর জয়ের দেখা পেল জামাল ভূঁইয়ারা

১০ মাস পর জয়ের দেখা পেল জামাল ভূঁইয়ারা

সাবিনা-কৃষ্ণাদের ৫০ লাখ টাকা উপহার দিবে বিসিবি

সাবিনা-কৃষ্ণাদের ৫০ লাখ টাকা উপহার দিবে বিসিবি

অক্টোবরে মাঠে গড়াবে মৌসুমের প্রথম এল ক্লাসিকো

অক্টোবরে মাঠে গড়াবে মৌসুমের প্রথম এল ক্লাসিকো